মিস ওয়ার্ল্ড ২০২৫ হলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০১ জুন ২০২৫, ১৩:২৬| আপডেট : ০১ জুন ২০২৫, ১৪:২০
অ- অ+

৩১ মে রাতে তেলেঙ্গানার হাইটেক্স এক্সিবিশন সেন্টারে মিস ওয়ার্ল্ড ২০২৫-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এতে ‘মিস ওয়ার্ল্ড ২০২৫’ খেতাব জিতলেন থাইল্যান্ডের সুন্দরী ওপাল সুচাতা চুয়াংশ্রী।

গত বছরের বিশ্ব সুন্দরী অর্থাৎ মিস ওয়ার্ল্ড ২০২৪ ক্রিস্টিনা ক্রাউন মুকুট পরিয়ে দিয়েছেন থাইল্যান্ডের ওপালা সুচাতার মাথায়। তিনি ১০৮টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে এই সম্মান অর্জন করলেন। এটি ছিল ৭২তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা।

এবারের প্রতিযোগিতায় শীর্ষ ৪০ প্রতিযোগীর তালিকায় ছিলেন ভারতের ২১ বছর বয়সি নন্দিনী গুপ্ত। তিনি ২০২৩ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন। অনেকেই প্রত্যাশা করেছিলেন ঐশ্বর্য এবং প্রিয়াঙ্কার পর হয়তো ভারতের হয়ে এই খেতাব জিতবেন নন্দিনী। কিন্তু শেষমেশ মুকুট ছিনিয়ে নিয়ে গেলেন থাই সুন্দরী সুচাতা।

প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হাসেট ডেরেজে এবং পোল্যান্ডের প্রতিযোগী মাজা ক্লাজদা দ্বিতীয় রানার আপ হয়েছেন।

ওপাল সুচাতা চুয়াংশ্রীর বেড়ে ওঠা ফুকেতে। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন তিনি। পেশায় তিনি একজন মডেল। পাশাপাশি স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় উল্লেখযোগ্য ভূ্মিকা পালন করেছেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে তার স্তনে একটি টিউমার ধরা পড়ে। তা ম্যালিগন্যান্ট (ক্যানসার নয়) হলেও এর পর থেকেই তিনি স্তন ক্যানসার নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী হন।

(ঢাকাটাইমস/০১জুন/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি
জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
দেশটির সর্বোচ্চ নেতা খামেনি কোথায় আছে জানে যুক্তরাষ্ট্র, আপাতত হত্যা নয়: ট্রাম্প
ইরান-ইসরায়েল সংঘাত, প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা