গাজায় আরও ৩৬ ফিলিস্তিনি নিহত, প্রাণহানি বেড়ে ৫০৮৪৬

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অবিরত বিমান হামলায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৫০ হাজার ৮৪৬ জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরার।
বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আরও ৪১ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যার ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৭২৯ জন। তবে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন কারণ ইসরায়েলি বিমান হামলার অব্যাহত থাকায় উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
মন্ত্রণালয় আরও বলছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী গত ১৮ মার্চ গাজা উপত্যকায় আকস্মিক বিমান হামলা শুরুর পর এ পর্যন্ত ১ হাজার ৪৮২ জন নিহত এবং প্রায় ৩ হাজার ৭০০ জন আহত হয়েছেন।
এদিকে গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলি বাহিনীর কঠোর অবরোধের মুখে গোটা উপত্যকায় খাদ্য, পানীয়সহ সব ধরনের সরবরাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে বলে সতর্ক করেছেন চিকিৎসক ও ত্রাণকর্মীরা।
বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, গাজায় বর্তমানে প্রায় ৬০ হাজার শিশু ‘অপুষ্টির কারণে চরম স্বাস্থ্য জটিলতার ঝুঁকিতে রয়েছে’।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর জারি করা বাস্তুচ্যুতির নির্দেশনার কারণে ২১টি পুষ্টিকেন্দ্র বন্ধ হয়ে গেছে। যার ফলে ইতোমধ্যেই অপুষ্টিতে ভোগা প্রায় ৩৫০ শিশুর চিকিৎসা ব্যাহত হচ্ছে।
হামাসের দাবি, ইসরায়েল গাজায় গণহত্যামূলক আগ্রাসন ও শিশুদের ওপর পরিকল্পিত হামলা চালাচ্ছে। এ জন্য ইসরায়েলি নেতাদের যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
(ঢাকাটাইমস/০৯এপ্রিল/এমআর)

মন্তব্য করুন