আজ যেসব বিমসটেক নেতার সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস, দুপুরে বসবেন মোদির সঙ্গে

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৯| আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১০:০২
অ- অ+

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ‘দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১২টা ৩০ পর্যন্ত পর্যন্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

অধ্যাপক ইউনূসের আজ শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিমসটেক নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করার কথা রয়েছে, যার মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগে, থাই প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা এবং মিয়ানমারের প্রধানমন্ত্রী মিন অং হ্লাইং-এর সঙ্গে বৈঠকও রয়েছে।

এছাড়া তিনি আজ বিমসটেক শীর্ষ সম্মেলনে তার ভাষণ দেবেন এবং বিমসটেকের চেয়ারম্যানের পদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে।

বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডেও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন।

থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা মন্ত্রী ভারাউত শিলপা-আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত থাইল্যান্ডের মন্ত্রী জিরাপোর্ন সিন্ধুপ্রাই বৃহস্পতিবার অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করেন।

অধ্যাপক ইউনূস ষষ্ঠ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ডে পৌঁছেছেন।

(ঢাকাটাইমস/০৪এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
ট্রেন মিস করলেন তাবিথ আউয়াল?
গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে বিএনপির শোকজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা