বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেপ্তার

সাবেক এমপি এবং বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর গুলশান-২ থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গুলশান থেকে মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা নিশ্চিত করতে পারেননি ডিবির এই কর্মকর্তা।
মোরশেদ আলম বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যান। তিনি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে এমপি হন তিনি।
(ঢাকাটাইমস/০৮এপ্রিল/এসএস/এমআর)

মন্তব্য করুন