‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৫, ০৯:০৭| আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১১:২৬
অ- অ+

বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

সোমবার সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে শুরু হয় ঐতিহ্যবাহী এ শোভাযাত্রা। এর অনেক আগেই বর্ণিল সাজসজ্জা ও মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

সরজমিনে দেখা গেছে, বর্ণিল সাজে সাজানো হয়েছে চারুকলা প্রাঙ্গণ। ভোরের আলো ফোটার পর থেকেই চারুকলা অনুষদের সামনে শিল্পী ও আয়োজকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। সকাল ৯টায় শুরু হয় শোভাযাত্রা।

শোভাযাত্রায় রয়েছে বিশাল আকারের প্ল্যাকার্ড এবং অন্য শিল্পকর্ম। রয়েছে ইলিশ, হাতি, ঘোড়া, বাঘ। এ ছাড়া সবার পোশাকে লেগেছে উৎসবের রং।

শোভাযাত্রায় অংশ নিতে দূরদূরান্ত থেকে আগেই অনেক মানুষ এসে ভিড় করেছেন চারুকলা প্রাঙ্গণে। প্রিয়জনের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে অনেককে। শিশুদের মধ্যেও দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস।

অন্যদিকে, নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতাও রয়েছে। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শোভাযাত্রার রুট ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের
পূর্ব রাজাবাজারে রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে এলাকাবাসীর সঙ্গে রাজউক চেয়ারম্যানের মতবিনিময়
চীনের বিশেষ হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন
তিন দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা