মতিঝিলে ৬ তলার ছাদ থেকে পড়ে পাঠাও চালক নিহত

রাজধানীর মতিঝিলে একটি বাসার ছয় তলার ছাদ থেকে পড়ে রিপন (২৫) নামে এক পাঠাও চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার মতিঝিল থানা এলাকার আরামবাগ স্কুলের পাশে মিয়াজান গলিতে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রিপনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আব্দুর রহমান জানান, তার ভাই পেশায় একজন পাঠাও চালক। মতিঝিল আরামবাগ স্কুলের পাশে মিয়াজান গলিতে ফুফাতো ভাইয়ের বাসায় সে বেড়াতে গিয়েছিল। ওই বাসার ছয় তলার ছাদ থেকে সে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
(ঢাকাটাইমস/১এপ্রিল/এজে)

মন্তব্য করুন