এতিমদের সঙ্গে ঈদ উদযাপন করলেন এস এম জিলানী

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুরপালা মাদরাসা ও এতিমখানার এতিমদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
সোমবার দুপুরে তিনি মাদরাসাটির মসজিদে এসে জোহরের নামাজ আদায় করেন। এরপর এতিমদের সঙ্গে নিয়ে দুপুরের খাবার খান।
খাবার মেন্যুতে ছিল পোলাউ, ডিম, রোস্ট, গরুর মাংস ও সেমাই। খাবার শেষে এতিমদের হাতে নতুন পোশাক তুলে দেন জিলানী।
এ সময় সুপ্রিম কোর্টের কোটালীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন, সদস্যসচিব আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক ইউছুপ আলী দাড়িয়া সদস্যসচিব ওলিউর রহমান হাওলাদার যুদদলের সদস্য সচিব মান্নান শেখ পৌর যুবদলের আহ্বায়ক মিরাজ সরদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক মাহাবুব খান সদস্য সচিব মাসুদ তালুকদার সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস এম জিলানী বলেন, ‘আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি। তিনি ঈদের দিনটি এতিমদের সঙ্গে কাটানোর নির্দেশ দিয়েছেন। এখানে এসে এই এতিম শিশুদের সঙ্গে সময় কাটাতে পেরে আমার খুব ভালো লাগল।’
এস এম জিলানী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে নিজেকে এতিম উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
(ঢাকাটাইমস/৩১মার্চ/জেবি/এজে)

মন্তব্য করুন