জাগপার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল রবিবার। ১৯৮০ সালের এই দিনে ঢাকার রমনা গ্রীনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে শফিউল আলম প্রধান জাগপার আহ্বায়ক কমিটি ও মূল-নীতিমালা ঘোষণা করেছিলেন।
‘জাতীয় স্বাধীনতা আমাদের অঙ্গীকার’, ‘ধর্মীয় স্বাধীনতা আমাদের বিশ্বাস’, ‘জনগণের গণতন্ত্র আমাদের রাজনীতি’ এবং ‘স্বয়ংসম্পূর্ণ গণ-প্রতিরক্ষা ও ইনসাফভিত্তিক স্বনির্ভর স্বদেশ আমাদের অর্থনীতি’ এই চারটি ঘোষণা নিয়ে যাত্রা শুরু করেছিল জাগপা। ২০০৮ সালে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করে দলটি।
১৯৮০ সালের ৬ এপ্রিল থেকে ২০১৭ সালের ২১ মে পর্যন্ত জাগপা সভাপতির দায়িত্ব পালন করেন শফিউল আলম প্রধান। ২১ মে ২০১৭ শফিউল আলম প্রধানের মৃত্যুর পর দলের সভাপতির দায়িত্ব নেন অধ্যাপিকা রেহানা প্রধান। ২২ অক্টোবর ২০১৯ অধ্যাপিকা রেহানা প্রধান ইন্তেকাল করলে দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন বর্তমান সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। দলের বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন। জাগপা ২০১৮ সালে জাতীয় নির্বাচনে ৪টি আসনে অংশগ্রহণ করেছিল।
এদিকে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাগপা আগামীকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় সমাবেশ করবে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ৭১-এর মহান স্বাধীনতা সংগ্রামে বীর শহীদ এবং ২৪-এর জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ভারতীয় আগ্রাসনমুক্ত এবারের জাগপার প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের ভিন্ন আনন্দ দেয়। কারণ আওয়ামী লীগের বিগত ১৫ বছরের দুর্নীতি, গুম-খুন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে পতিত স্বৈরাচার ২০২১ সালের ১ ফেব্রুয়ারি জাগপার নিবন্ধন স্থগিত করে দেয়। গত ১৯ মার্চ ২০২৫ আদালতের রায়ে জাগপা দলীয় নিবন্ধন ফেরত পেয়েছে। আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দবার্তা আমরা দেশবাসীকে উৎসর্গ করছি। জাগপার সংগ্রাম দেশ ও জনগণের জন্য মুক্তির পথ।’
(ঢাকাটাইমস/০৫এপ্রিল/জেবি/এমআর)

মন্তব্য করুন