বরিশালে জাতীয় পার্টির অফিস ভাঙচুর

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৫, ২৩:৩০
অ- অ+

বরিশাল নগরীতে জেলা ও মহানগর জাতীয় পার্টির (জাপা) দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

শনিবার রাতে অতর্কিতভাবে হামলা চালিয়ে এ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।

তিনি জানান, ‘রাতের অন্ধকারে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে এসে দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। এর আগে বিকালে আমাদের বিক্ষোভ মিছিলে হামলা করা হয়েছে। দুইটি ঘটনায় মামলা করা হবে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত আটটার দিকে একদল লোক নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে থেকে জাতীয় পার্টিকে অ্যাসিস্টের দোসর অভিহিত করে তাদের নিষিদ্ধের দাবি জানিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি কাকলীর মোড় হয়ে ফিরে এসে ফকিরবাড়ী রোডের মুখে আসে। তখন স্লোগান দিয়ে আরেকটি মিছিল এসে সেখানে একত্রিত হয়। পরে তারা ফকিরবাড়ী রোডে সিহাব ভিলার দ্বিতীয় তলায় জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করেছে।

ভবনে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর সেনাবাহিনীর দুইটি টহল পিকআপ এলেও তারা ফকিরবাড়ী রোডের প্রবেশ মুখে সদর রোডে ছিল। তবে পুলিশ আসেনি।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, দলীয় কার্যালয়ের চেয়ার, টেবিল ও আলমারি ভাঙচুর করে তচনচ করে রাখা হয়েছে। দলীয় ব্যানার ও সাইনবোর্ড ভেঙ্গে ফেলা হয়েছে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ভাঙচুর হয়েছে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে জাপা চেয়ারম্যানের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে শনিবার বিকেলে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিকাল সাড়ে ৪টায় মিছিল চলাকালে কিছু যুবক লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে জাপার চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ ৬ জন আহত হন। মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যে কিছু যুবক লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালায়। জাপা নেতাকর্মীরা হামলাকারীদের ধাওয়া দিয়ে একজনকে ধরে গণধোলাই দেয়।

(ঢাকাটাইমস/৩১মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যান অপসারণ দাবি: শনিবার থেকে এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে
‘আমেরিকার মদতে বিস্ফোরণ হচ্ছে, পুড়ছে ইরান’: উদ্বিগ্ন ইরানি অভিনেত্রী মন্দনা করিমি
নিবন্ধন পেতে ইসিতে আবেদন ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র, প্রতীক চাইল ফুটবল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা