দুর্নীতির দায়ে দক্ষিণ আফ্রিকার সাবেক তিন ক্রিকেটার গ্রেপ্তার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৪, ১৪:৩৫
অ- অ+

দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ানডে বোলার দক্ষিণ আফ্রিকার লনওয়াবো সতসবেকে। সতসবে ছাড়াও দেশটির সাবেক ক্রিকেটার থামি সোলেকিল ও এলি এমবালাতিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।

ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এ তিন ক্রিকেটারের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

এর আগে ২০১৫-১৬ মৌসুমে ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্ট রাম স্ল্যামে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ৭ ক্রিকেটারকে দুই থেকে ১২ বছর মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। যেখানে এ তিন ক্রিকেটারও ছিলেন।

এবার তারা খেলাধুলায় দুর্নীতিবিষয়ক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে গ্রেপ্তার হলেন। এবারের অভিযোগগুলোও ওই টুর্নামেন্টকে ঘিরেই। ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন করেছে দক্ষিণ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন।

এ প্রসঙ্গে ডিপিসিআইয়ের ন্যাশনাল হেড লেফটেন্যান্ট জেনারেল গডফ্রে লেবেয়া বলেন, ‘দুর্নীতি খেলাধুলার অখণ্ডতাকে ক্ষুণ্ন করে এবং ডিপিসিআই সমাজের সব ক্ষেত্রে ন্যায্যতা ও পেশাদারত্বের মূল্যবোধ রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে তাদের সহযোগিতা ও প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাই।’

তিন ক্রিকেটারের মধ্যে এলি এমবালাতি কখনো জাতীয় দলের হয়ে খেলেননি। সোলেকিল দেশের হয়ে খেলেছেন তিনটি টেস্ট। তিন জনের মধ্যে বড় তারকা সতসবে। ‍যিনি ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন। দেশের হয়ে ৬১ ওয়ানডে, ২৩ টি-টোয়েন্টি ও ৫ টেস্ট খেলেছেন।

(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে এবি পার্টির শ্রমিক রাজনীতি: মজিবুর রহমান মঞ্জু 
কোকোর কবরে বিএনপি নেতা জনির শ্রদ্ধা
বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৩০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত: ইউনিসেফ
ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা