জ্যামাইকা টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪
অ- অ+

অবশেষে সব শঙ্কা কাটিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ জ্যামাইকা টেস্টের টস হয়েছে।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে ভেজা আউটফিল্ডের কারণে দফায় দফায় পিছিয়ে যায় টস।

অবশেষে বাংলাদেশ সময় রাত দেড়টায় টস অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

আগের ম্যাচের একাদশ থেকে ২টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকির হাসান এবং শরিফুল ইসলামের বদলে খেলছেন সাদমান ইসলাম এবং নাহিদ রানা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একাদশ অপরিবর্তিত

সাবিনা পার্কে আজ শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ। সেই হিসেবে বাংলাদেশ সময় রাতে সাড়ে আটটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টস। তবে সেটি হয়নি। মূলত উইকেটের আশেপাশের জায়গায় ও আউটফিল্ড ভেজা থাকায় টসে বিলম্ব হয়।

এরপর বাংলাদেশ সময় রাত ১০ টায় আবারও পর্যবেক্ষণে নেমেছিলেন আম্পায়াররা। দ্বিতীয় দফায়ও জ্যামাইকার সাবিনা পার্ক সন্তুষ্ট করতে পারেনি আম্পায়ারদের। দ্বিতীয় দফায় দুই ঘণ্টা পেছানো হয় টসের সময়।যার ফলে আজ প্রথম দিনের প্রথম সেশন পরিত্যক্ত হয়ে যায়। কোনো বল না খেলেই লাঞ্চ বিরতিতে গেছে দুই দল।

বাংলাদেশ সময় রাত ১২ টায় আবারও পরিদর্শনে নেমেও হতাশ হয়েছেন আম্পায়ররা। এরপর বাংলাদেশ রাত ১ টায় আবারও পরিদর্শন শেষে রাত দেড়টায় টস ও দুইটায় ম্যাচ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হারে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। ফলে দ্বিতীয় টেস্টটি দাঁড়িয়েছে টাইগারদের জন্য বাঁচামরার লড়াইয়ে। দুই ম্যাচের সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জিততেই হবে বাংলাদেশকে।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, লিটন দাস (উইকেটকিপার), জাকের আলী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, কেসি কার্টি, আলিক আথানজে, কাভেম হজ, জাস্টিন গ্রেভস, জশুয়া ডি সিলভা (উইকেটকিপার), আলজারি জোসেফ, কেমার রোচ, জেইডন সিলস ও শামার জোসেফ।

(ঢাকাটাইমস/০১ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর বাবাকে নিয়ে জাকের আলীর আবেগঘন বার্তা
বিশ্বের যেকোনো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব: তাইজুল
জ্যামাইকা টেস্ট জয়ের পর সব কৃতিত্ব খেলোয়াড়দের দিলেন অধিনায়ক মিরাজ
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা