বাংলাদেশকে ২০২ রানের টার্গেট দিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৫, ২২:৪৮| আপডেট : ২৮ মে ২০২৫, ২২:৫৬
অ- অ+

তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ২০১ রানের বড় টার্গেট দিয়েছে স্বাগতিক পাকিস্তান।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।

ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে পাক ওপেনাররা। ৫ রানেই পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল টাইগাররা। ওপেনার সাঈম আইয়ূব শূন্য ও ফখর জামান ১ রান করে আউট হন। তবে সেই চাপ সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। আর এতে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক সালমান আলি আগা।

আটটি চার ও একটি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫৬ রান করেন সালমান। তাকে সঙ্গ দেন মোহাম্মদ হারিস। সাজ ঘরে ফেরার আগে তিনি করেন ১৮ বলে ৩১ রান। এছাড়াও হাসান নওয়াজ ২২ বলে চারটি ছক্কা ও দুই চারে ৪৪ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করে পাকিস্তান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। এছাড়া শেখ মেহেদী, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব এবং শামীম হোসেন একটি করে উইকেট নেন।

(ঢাকাটাইমস/২৮মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি
জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
দেশটির সর্বোচ্চ নেতা খামেনি কোথায় আছে জানে যুক্তরাষ্ট্র, আপাতত হত্যা নয়: ট্রাম্প
ইরান-ইসরায়েল সংঘাত, প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা