চুরির টাকা বাংলাদেশকে ফেরতের আশ্বাস ফিলিপাইনের: আইনমন্ত্রী

বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে চুরি হওয়া বাকি টাকা ফেরত দিতে ফিলিপাইন সরকার বাংলাদেশকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বাংলাদেশের চুরি হয়ে যাওয়া রিজার্ভের বাকি টাকা আদায়ে ফিলিপাইন সরকার যা যা করার তাই করবে বলে আমাদের আশ্বস্ত করেছেন।’
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন সদ্য ফিলিপাইন সফর শেষে দেশে ফেরা আইনমন্ত্রী।
ফেব্রুয়ারিতে হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেওয়া হয় ফিলিপাইনের রিজাল ব্যাংকে।
বিষয়টি জানাজানির পর টাকা উদ্ধারে পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক। ফেব্রুয়ারিতেই ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক এবং দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) সঙ্গে বিশেষ বৈঠক করলে টাকা ফেরত দেয়ার কথা জানায় রিজাল ব্যাংক।
গত ১২ নভেম্বর ওই অর্থের দেড় কোটি ডলার বাংলাদেশ ব্যাংককে ফেরতও দেয় ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক। বাকি ৬৬ মিলিয়ন ডলার ফেরত দেয়ার কথা থাকলেও সম্প্রতি রিজল ব্যাংক জানায়, চুরি হয়ে যাওয়া বাকি অর্থ তারা বাংলাদেশ ব্যাংককে ফেরত দেবে না।
তাদের এমন বক্তব্যের পর গত ২৭ নভেম্বর ফিলিপাইনে যান আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। সফরকালে তারা ফিলিপাইনের আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, সিনেটের, চেয়ারম্যান ও গভর্নরের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ঢাকায় ফেরার পর আজ সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, ‘রিজাল ব্যাংকের কাছ থেকে টাকা উদ্ধারে ফিলিপাইন সরকার সব ধরনের উদ্যোগ নেয়ার কথা বলেছে। এছাড়া স্বাভাবিক নিয়মে টাকা না দিলে তারা অন্য কোনো উপায়ে টাকা উদ্ধারের চেষ্টা করবে বলে আমাদের আশ্বস্ত করেছে।
আনিসুল হক বলেন, চুরি যাওয়া বাকি অর্থ ফেরত পেতে সিনেট প্রেসিডেন্টের কাছে শুনানির আবেদন করা হয়েছে। তারা সেটি গ্রহণ করেছে এবং শিগগিরই শুনানি হবে বলে আশ্বাস দিয়েছে।
(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এমএম/এমআর)

মন্তব্য করুন