স্মার্টফোনের স্ক্রিন টাচ করলেই চার্জড হবে ব্যাটারি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৫:২৩| আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৫:২৮
অ- অ+

স্মার্টফোনের বড় সমস্যা তার ব্যাটারি। কারণ অনেক বেশী স্যোশাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকলে চার্জ চলে যায়। এবার আর শেষ হবে না ফোনের চার্জ। এখন থেকে আপনার স্মার্টফোনের স্ক্রিনটিকে জাস্ট টাচ করুন বা স্ক্রল করুন। তাহলেই বেড়ে যাবে আপনার ফোনের ব্যাটারি লাইফ। গবেষকরা ঠিক এরকমই এক প্রযুক্তি আবিষ্কারের পথে। শুধু স্মার্টফোনের স্ক্রিন স্ক্রল করাই নয়। আপনার হাতঘড়িটি স্পর্শ করেও চার্জ দেওয়া যাবে।

যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়া স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এমন প্রযুক্তি আবিস্কারের দারপ্রান্তে রয়েছে।

তারা দাবি করছেন, ‘এমন একটি ডিভাইস বানিয়েছেন তাঁরা যা তৈরি হয়েছে অর্গানিক পলিমার দিয়ে। যা স্পর্শ করার সময় তৈরি হওয়া মেকানিক্যাল এনার্জিকে রূপান্তরের মাধ্যমে সংরক্ষণ করে রাখতে সক্ষম। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে আয়োনিক ডায়োড। যাতে ব্যাটারির মতই আয়নপূর্ণ ২টি ইলেকট্রোডস থাকবে।

এখন এই ডিভাইস ফোনে ব্যবহার করা হলে, ব্যাটারির ৪০ শতাংশ চার্জ সবসময়ই থাকবে। কখনওই সম্পূর্ণ চার্জ শেষ হয়ে যাবে না আপনার ফোনটির। কীরকম? আপনি ফোনের স্ক্রিন টাচ করলেন। লিক্যুইড স্ক্রিনের ভিতর ছড়িয়ে যাবে আয়নগুলি। তৈরি হবে কারেন্ট। যা মাইক্রোওয়াটে পরিণত হয়ে চার্জড রাখবে ব্যাটারিকে। পুরো এই প্রক্রিয়াটি হওয়ার জন্য সময় লাগবে ঠিক ১০ সেকেন্ড।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এসজেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা