ফোন সেক্সের কথা স্বীকার করলেন প্রিয়াঙ্কা!

একের পর এক যেন বিস্ফোরণ উক্তি আসছে হলিউড পাড়ায়। সবাই যেন নিজের গোপন কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছেন। এবার কফি উইথ করণের এবারের সিজন থেকে উঠে আসছে একের পর তথ্য। গত সপ্তাহের অতিথি ছিলেন প্রিয়াঙ্কা। যেখানেই এক প্রশ্নের জবাবে ফোন সেক্সের কথা স্বীকার করলেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করেন না, কারণ তিনি মনে করেন যে লোকজনের নজর লেগে যায়। তবে নির্দ্বিধায় প্রিয়াঙ্কা স্বীকার করেছেন পার্টনারের সঙ্গে গোসলের কথা। ফোন সেক্সেও যে প্রিয়াঙ্কার অভিজ্ঞতা আছে, সেই কথাও বলেছেন তিনি।
এই শো-তে প্রিয়াঙ্কা বলেন, কোয়ান্টিকোতে অডিশন দেয়ার আগে ২৫টি চিত্রনাট্য পড়েছিলেন। এবছরই মুক্তি পাবে তাঁর ছবি ‘বেওয়াচ’। কিন্তু এখন তিনি বলিউডকে, হিন্দি গানে নাচ করাকে আর হিন্দিতে কথা বলাকে খুব মিস করেন। এ অনুষ্ঠানে তিনি অনেক সহজ প্রশ্নের উত্তর দিতে পারেননি।
(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এসজেআর/জেবি)

মন্তব্য করুন