কমলনগরে ইজারা নিয়ে সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ আহত ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৩৩

লক্ষ্মীপুরের কমলনগরে হাটবাজার ইজারা নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার করইতলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের স্কুলবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সিয়ামকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর আহত স্থানীয় চরলরেন্স ইউপি সদস্য সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, চরলরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বাবুল ও মো. নুরনবীকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার করইতলা বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ওই বাজারের ইজারার নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক করছিলেন। এ সময় বাজারের দরপত্র ক্রয়কারী আওয়ামী লীগ নেতা মো. বাবুলের সঙ্গে আরেক দরপত্র ক্রয়কারী মো. বাহারের বাগবিত-া হয়। একপর্যায়ের উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের চারজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ সময় বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কমলনগর থানার পরিদর্শক তদন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। (ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :