‘লায়ন’ চলচ্চিত্রের প্রচারণায় অস্ট্রেলিয়ান ক্রিকেটদল

বিনোদন ডেস্ক
ঢাকাটাইমস
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩০ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৫

অস্কারে মনোনীত সিনেমা ‘লায়ন’ সারো ব্রিয়ারলির জীবনের উপর ভিত্তি করে গল্প অবলম্বনে নির্মিত হয়েছে। সিনেমাটি শুক্রবার ভারতে মুক্তি পাচ্ছে। এর কিছুদিন আগে ভারতে টেস্ট ম্যাচ খেলতে আসা অস্ট্রেলিয়ান ক্রিকেটদল সারো ব্রিয়ারলির বই হাতে সিনেমাটি প্রচারনায় অংশ নিয়েছিলেন।

‘লায়ন’ গল্পটি সারোর নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতের এক রেল স্টেশন থেকে হারিয়ে যাওয়া এবং অস্ট্রেলিয়ান এক পরিবারে দত্তক নেওয়াকে কেন্দ্র করে সৃষ্টি। ২৫ বছর পর তার নিজের মাতৃভূমিতে নিজের পরিবারের কাছে ফিরতে চাওয়ার আপ্রাণ চেষ্টাকে ফুটিয়ে তোলা হয়েছে চলচ্চিত্রটিতে।

গার্থ ডেভিস পরিচালিত সিনেমাটিতে কেন্দ্রিয় চরিত্র সারোর ভূমিকায় অভিনয় করেছেন ‘স্লামডগ মিলিয়নেয়ার’ খ্যাত তারকা দেব প্যাটেল, সু ব্রিয়ারলির ভূমিকায় ছিলেন নিকোল কিডম্যান এবং ছোট্ট সারোর চরিত্রে সানি পাওয়ার। ভারত, মেলবোর্ন এবং তাসমানিয়ায় সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে।

ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/টিএ/টিএমএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :