জাবিতে সপ্তাহব্যাপী ‘মুক্তিসংগ্রাম নাট্যোৎসব’ শুরু কাল

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ২২:৫৩

‘মুক্তির আলোয় আলোকিত করি ভুবন’ এ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী ‘মুক্তিসংগ্রাম নাট্যোৎসব’ শুরু হচ্ছে শনিবার। ২৫ মার্চ আন্তর্জাতিক ‘গণহত্যা দিবস’ ও মহান স্বাধীনতা দিবস উলক্ষে এ উৎসবের আয়োজন করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন।

উৎসব আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। সপ্তাহব্যাপী এ নাট্য উৎসবে যথাক্রমে মঞ্চস্ত হবে নাটক কালরাত্রি, পায়ের আওয়াজ পাওয়া যায়, সময়ের প্রয়োজনে, নটপালা, মৃত্যুপাখি ও জেরা। উৎসব থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫৪জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেয়া হবে।

শনিবার বিকেল সাড়ে চারটায় কেন্দ্রীয় খেলার মাঠে এ উৎসব উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি। অনুষ্ঠানে পর্যায়ক্রমে অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ড. মহিউদ্দিন খান আলমগীর, ডা. দীপু মনি, মাহবুবুল আলম হানিফ, সিমিন হোসেন রিমি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উৎসব থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মরণোত্তর ‘স্মারক সম্মাননা’ পাবেন- মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, নাট্যাচার্য সেলিম আল দীন, আব্দুল্লাহ আল মামুন, কবি সৈয়দ শামসুল হক, শহীদ জননী জাহানারা ইমাম, অভিনেতা হুমায়ুন ফরিদী ও মিশুক মুনির।

এছাড়াও তারামন বিবি বীর প্রতীক, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, ড. মহীউদ্দীন খান আলমগীর, এবাদুল করিম বুলবুল, ডা. দীপু মনি এমপি, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন, চিত্রশিল্পী হাশেম খান, তাজউদ্দিন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি, ভাস্কর জাহানারা পারভীন, গাজী গোলাম দস্তগীর গাজী এমপি, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, অভিনয় ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ ৫৪জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। ঢাকাটাইমস/২৪ মার্চ/বিএইচআর/ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :