এদেশে ব্যবসা করার মত অনেক ক্ষেত্র রয়েছে: শ্রিংলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০১৭, ১৬:৪০ | প্রকাশিত : ২৪ মে ২০১৭, ১৬:২৭

বাংলাদেশে ভারতীয় ব্যবসায়ীদের ব্যবসা করার মত অনেক ক্ষেত্রে রয়েছে বলে মনে করেন বাংলাদেশে দেশটির হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিন বলেন, ভারতীয় ব্যবসায়ীরা চাইলেই এখানে বিনিয়োগ করতে পারে। এত করে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরও বেশি জোরদার হবে।

বুধবার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক ব্যবসায়িক ফোরাম আয়োজিত বার্ষিক সাধারণ সভায় শ্রিংলা এই কথা বলেন। তিনি বলেন, ‘এদেশে ব্যবসা করার মত অনেক ক্ষেত্র রয়েছে। যা আমাদের কাছেও অনেকখানি অজানা।’

শ্রিংলা বলেন, ‘বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন কৌশলগত সম্পর্কের উর্ধ্বে উঠে গেছে। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আমরা একটি টেকসই সম্পর্ক চাই। এই সম্পর্কের মাধ্যমে দুই দেশের জনগণই উপকৃত হবে।’

হর্ষবর্ধন বলেন, ‘বাংলাদেশে বর্তমানে অনেক ব্যবসায়িক ক্ষেত্র তৈরি হয়েছে। ভারত বাংলাদেশের পাশের দেশ হওয়ার সুবাদে এটি আমাদের জন্য অনেক সুসংবাদ। এটি যদি বাস্তবায়ন হয় তাহলে দুই সম্পর্ক আরও অনেক মজবুত হবে।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন। সেখানে ভারতের অনেক ব্যবসায়িক ক্ষেত্র দেখে এসেছেন। যেখানে বাংলাদেশের জনগণ সহজেই বিনিয়োগ করতে পারবে। আমরাও বাংলাদেশে এমন কিছু ক্ষেত্র পেয়েছি যা ভারতের জনগণের জন্য আশীর্বাদস্বরূপ।’

‘ভারতীয় ব্যবসায়ীরা সম্প্রতি চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর ঘুরে এসেছেন। তারা আমাদেরকে তাদের কথা জানিয়েছেন। সেখানেও এদেশের ব্যবসায়ীদের সাথে অংশীদারত্বের ভিত্তিতে ব্যবসা করতে পারবেন’-বলেন ভারতীয় হাইকমিশনার।

হর্ষবর্ষণ বলেন, এদেশের জনগণ যেন সহজেই ভারত ভ্রমণে যেতে পারে সেজন্য আমরা তিন থেকে ছয় মাসের জন্য ট্যুরিস্ট ভিসা দিচ্ছি। সেই সাথে আমরা এদেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করছি।’

হাইকমিশনার বলেন, ‘সম্প্রতি খুলনার সাথে কলকাতার সরাসরি বাসের ব্যবস্থা করা হয়েছে। মাত্র চার ঘন্টায় খুলনা থেকে কলকাতায় যাওয়া যাচ্ছে। এত কম সময় লাগাটা বেশ কয়েকবছর আগেও অবিশাস্য ছিল। এর জন্য আমরা চাই ভারত ও বাংলাদেশ উভয়ই ব্যবসার জন্য দুই দেশ ভ্রমণ করুক।’

বাংলাদেশ আন্তর্জাতিক ব্যবসায়ী ফোরামের সভাপতি হাফিজুর রহমান খান, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর সদ্যবিদায়ী সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪মে/এসও/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সুন্দরবনে ক্ষয়ক্ষতি নিরূপণ ও করণীয় নির্ধারণে পরিবেশ মন্ত্রণালয়ের কমিটি

উপজেলা নির্বাচন: প্রথম ধাপে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

১ কোটি পরিবারের জন্য টিসিবির পণ্য বিক্রি শুরু মঙ্গলবার

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আছে: মন্ত্রিপরিষদ সচিব

‘গোল্ডেন রাইস-বিটি বেগুন বাণিজ্যের জন্যই করা হয়েছে’

ভোটের আগে-পরে ১৪ দিন বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে আরও আলোচনা হবে, সংসদে জনপ্রশাসনমন্ত্রী

বুধবার ১৪১ উপজেলায় সাধারণ ছুটি

সপ্তাহে সাত দিন সরাসরি জেদ্দায় ফ্লাইট যাবে ইউএস-বাংলার, যাত্রা শুরু ১ আগস্ট

এই বিভাগের সব খবর

শিরোনাম :