মাহমুদ নিয়াজের শর্টফিল্ম ‘ধাবমান’

ইমদাদুল ইসলাম যিকরান, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ মে ২০১৭, ১৭:২৪ | প্রকাশিত : ৩১ মে ২০১৭, ১৬:২০

তানিশা প্রতিনিয়ত স্বপ্নে দেখ, একটা অশরীরি আত্মা তাকে ধাওয়া করে। একপর্যায়ে তার মা বিষয়টি জানতে পারে এবং মনোচিকিৎসকের সরণাপন্ন হয়। কিন্তু তানিশার বাস্তব জীবনে এই স্বপ্নের সাথে কোন সম্পর্ক নেই। তবে কেন সে এরকম একটি স্বপ্ন দেখছে? তখনই বের হয়ে আসে অন্য ঘটনা।

মূলত বর্তমানে অস্থির সমাজ ব্যবস্থায় তরুণরা যেভাবে বেড়ে উঠছে, সমাজের এই অস্থিরতার খারাপ প্রভাব তাদের জীবনকে বিষিয়ে দিচ্ছে। এমনই এক গল্প নিয়ে মাহমুদ নিয়াজ চন্দ্রদীপ নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘ধাবমান’।

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কাসেম শাহবাজী। এতে অভিনয় করেছেন পরসী রুমি, মাসুদ মহিউদ্দীন, মনিষা শিকদার, সুকান্ত মুখার্জী বাবু এবং অনিকেত মাসুদ।

এ প্রসঙ্গে নির্মাতা মাহমুদ নিয়াজ বলেন, এই স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রটি ধানমন্ডি এবং গাজীপুরের বিভিন্ন লোকেশনে নির্মাণ করা হয়েছে। আশা করছি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটি অংশ নিবে। ঈদের পর আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।

ঢাকাটাইমস/৩১মে/আইআই/এমইউ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :