চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল

পাকিস্তান জিতলে বিপাকে পড়বে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জুন ২০১৭, ০৯:২৮ | প্রকাশিত : ১৬ জুন ২০১৭, ১৪:৩৯
ফাইল ছবি

চ্যাম্পিয়নস ট্রফির দ্বৈরথ জমিয়ে দিয়েছে র‌্যার্ঙ্কিংয়ের দৌড়। কে কাকে পেছনে ফেলবে এনিয়ে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান এই তিন দলের আসনটা প্রায় কাছাকাছি।

ভারতের বিপক্ষে সেমিফাইনালে হারের পর এক রেটিং পয়েন্ট কমল বাংলাদেশের। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী ছয়ে থাকা বাংলাদেশের রেটিং এখন ৯৪। সাতে থাকা শ্রীলঙ্কা নেমে গেছে আটে। তাদের রেটিং ৯৩। আট নম্বর থেকে সাতে উঠে এসেছে পাকিস্তান। তাদের ঝুলিতে আছে ৯৩ রেটিং।

এককথায় বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান। ১৮ জুন ফাইনালের লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে আমির-হাসান আলীরা। ওই ম্যাচে জিতলে বিপাকে পড়বে বাংলাদেশ। কারণ ভারত হারলে রেটিং পয়েন্ট বাড়িয়ে বাংলাদেশকে পেছনে ফেলবে পাকিস্তান।

আইসিসির নিয়ম অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‌্যাঙ্কিয়ের শীর্ষে থাকা ৮টি দল সরাসরি অংশ নেবে বিশ্বকাপে। বাকি দুই দলকে খেলতে হবে বাছাইপর্ব। ওই দিনক্ষণের আগে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের কোনো ওয়ানডে সিরিজ নেই।

(ঢাকাটাইমস/১৬জুন/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :