প্রসাদের আবেদনে ভারতীয় কোচ পদে লড়াই জমজমাট

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুন ২০১৭, ১৩:৫৬

ভারতীয় কোচ পদের জন্য আবেদন করলেন সাবেক ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ। একটা সময় ভারতীয় দলের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন তিনি। আইপিএলে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ভূমিকায় কাজ করেছেন প্রসাদ।

এরআগে বীরেন্দ্র সেবাগ, লালচাঁদ রাজপুত, টম মুডি, রিচার্ড পাইবাস ও রবি শাস্ত্রী ওই পদের জন্য অবেদন করেন। এরমধ্যে সচিন টেন্ডুলকারের অনুরোধে কোচ পদের জন্য আবেদন করেন শাস্ত্রী।

ভারতীয় বোর্ড কোচ পদে আবেদনের সময়সীমা বাড়িয়ে দেওয়ায় আবেদনের সুযোগ পান বিরাট কোহলির পছন্দের কোচ রবি শাস্ত্রী। আর এই সুযোগেই পুরনো দায়িত্বে ফিরতে চেয়ে বিসিসিআইয়ের কাছে আবেদন করলেন ভারতরে সাবেক ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদও।

তবে মনে হরা হচ্ছে, ভেঙ্কটেশ প্রসাদের কোচ হওয়ার সম্ভাবনা একেবারেই কম। কোচের পদের জন্য লড়াই হবে অস্ট্রেলিয়ান কোচ টম মুডি এবং সাবেক ভারতীয় টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর মধ্যেই। কোচ হওয়ার পরীক্ষাএর আগেও দিয়েছিলেন রবি শাস্ত্রী। সেবার তিনি অবশ্য পাস করতে পারেননি।

তবে যেই কোচ হোন না কেন, সর্বশেষ ভেঙ্কটেশ প্রসাদের আবেদন গোটা ঘটনাকে আরও জমজমাট করে দেবে।

(ঢাকাটাইমস/২৯জুন/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :