কুড়িগ্রামে ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৭, ২৩:৫৯

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় গোবিন্দ চন্দ্র সিং (২৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃত ভারতীয় নাগরিক ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার বশকোটাল গ্রামের আশিষ চন্দ্র সিংয়ের ছেলে বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, রবিবার সকালে কুরুষা ফেরুষা সীমান্তের আর্ন্তজাতিক পিলার ৯৩৬ এর কাছ দিয়ে ভারতীয় নাগরিক গোবিন্দ চন্দ্র সিং অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের বালারহাট বিওপির টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তাকে ফুলবাড়ি থানায় সোপর্দ করা হয়।

কুড়িগ্রাম ৪৫ বিজিবির বালারহাট বিওপির হাবিলদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফের কাছে ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/০৯জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :