আরাফাত সানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৭:২৪ | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৭, ১৫:১৩

জাতীয় দলের সাবেক ক্রিকেটার আরাফাত সানীর বিরুদ্ধে যৌতুক আইনের মামলায় চার্জগঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

রবিবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু চার্জগঠন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী ৬ নভেম্বর মামলাটিতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

শুনানিকালে আরাফাত সানীর পক্ষে তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত জানিয়ে চার্জগঠনের শুনানি পেছানোর জন্য আরাফাত সানীর পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী মুরাদুজ্জামান। তবে বিচারক তা নামঞ্জুর করেন।

গত ২৩ জানুয়ারি আদালতে সানীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তার স্ত্রী নাসরিন সুলতানা।

মামলায় বলা হয়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর নাসরিন আক্তারের সঙ্গে সানির পাঁচ লাখ এক টাকার দেনমোহরানায় বিষয়ে হয়। বিষয়ের পর থেকে ২০১৫ সালের ২৯ জুলাই ক্রিকেটার সানি ২০ লাখ টাকা যৌতুকের দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় তাকে বিভিন্নভাবে গালাগালি এবং শারীরিক নির্যাতন করা হয়।

২০১৬ সালের ২৩ ডিসেম্বর নাসরিন তাকে ঘরে তুলে নেয়ার আবেদন করলে সানি যৌতুকের টাকার জন্য ফের চাপ দিতে থাকেন। সর্বশেষ ২০১৭ সালের ১৯ জানুয়ারি বাদীর কাছে ২০ লাখ টাকা যৌতুকের টাকা দাবি করেন সানি।

(ঢাকাটাইমস/১৬জুলাই/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :