নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার

কনবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৭, ২০:৩৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ-এর অধীনে ‘নজরুলবিষয়ক সংকলন চর্চার ধরন’ শীর্ষক গবেষণা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।

সেমিনারে আলোচ্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ফোকলোর বিভাগের প্রভাষক মেহেদী উল্লাহ।

সেমিনারে উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, নজরুল বিষয়ে যারা গবেষণায় আগ্রহী তাদের জন্য এ ধরনের কাজ অনেক সহায়ক হবে। নজরুল বিষয়ক সংকলন চর্চার ধরন কেমন হবে- তা অনেকটাই সেমিনারে উঠে এসেছে। এ ধরনের কাজ হলে নজরুল গবেষণার পরিসর বেড়ে যাবে।

সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের সহকারী পরিচালক মুহাম্মদ রাশেদুল আনাম। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :