নকিয়ার তিন ক্যামেরার ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৫:৩৩

শিগগিরই বাজারে আসছে নকিয়ার তিন ক্যামেরার একটি ফোন। এটি নকিয়া এইট। ফোনটির রিয়ারে দুই ও সেলফির জন্য এক ক্যামেরা রয়েছে। এছাড়াও এতে শক্তিশালী কনফিগারেশন ব্যবহার করা হয়েছে।

চারটি রঙে নকিয়ার এইট বাজারে আসবে। ফোনটিতে থাকছে ৫.৩ ইঞ্চির আইপিএস কিউএইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x১৪৪০ পিক্সেল। এতে ২.৫ ডি গ্লাস ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।

নকিয়া এইট ফোনটির পুরুত্ব ১৫১.৫x৭৩.৭x৭.৯ মিলিমিটার। ৪ জিবি র‌্যামের এই ফোনটি অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত।

দ্রুত গতির কাজের জন্য এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট। প্রসেসরের ক্লকস্পিড ৪ ২.৫ গিগাহার্জ+ ৪ ১.৮ গিগাহার্জ।

৬৪ জিবি বিল্টইন মেমোরিতে ফোনটি পাওয়া যাবে। কেউ চাইলে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।

ছবির জন্য ফোনটিতে ১৩ মেগাপিক্সেল+১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। এতে ডুয়েল টোন ফ্লাশ ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরার অ্যাপারচার এফ/২.০। সেলফির জন্য আছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।

ফোনটিতে ৩০৯০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের নন-রিমুভেবল ব্যাটারি আছে। কানেকটিভিটির জন্য আছে ফোরজি এলটিই, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :