প্রধান বিচারপতির চেম্বারে গওহর রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ আগস্ট ২০১৭, ২০:০৫ | প্রকাশিত : ২২ আগস্ট ২০১৭, ১৯:৫৬

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার বেলা তিনটার দিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির চেম্বারে যান গওহর রিজভী। প্রায় ঘণ্টাকাল সেখানে অবস্থান করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কেন সেখানে গিয়েছিলেন কিংবা তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

প্রধান বিচারপতির চেম্বারে গিয়ে গওহর রিজভীর দেখা করার ঘটনা কৌতূহলের উদ্রেক করেছে অনেকের। কারণ ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও এর পর‌্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতির প্রতি বিষোদগার করছেন সরকারি দলের নেতারা।

এমনকি এত দিন কিছু না বললেও গতকাল সোমবার রাজধানীতে একটি আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র সমালোচনা করেন প্রধান বিচারপতির। তিনি এমনও বলেন, সংসদ নিয়ে মন্তব্য করায় আগেই পদত্যাগ করা উচিত ছিল প্রধান বিচারপিতর। আগামী সংসদ অধিবেশনে ওই রায় নিয়ে আলোচনা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বক্তব্যের এক দিন পরই প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন তার পররাষ্ট্র উপদেষ্টা।

এর আগে গত বুধবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর‌্যালোচনার বিষয়টি আলোচিত হয় বলে জানান ওবায়দুল কাদের।

এরও দিন কয়েক আগে ওবায়দুল কাদের প্রধান বিচারপতির বাসায় গিয়ে তার সঙ্গে আরোচনা করেন।

সংবাদমাধ্যমের খবর, এসব আলোচনার লক্ষ্য প্রধান বিচারপতি যেন তার রায়ের পর‌্যবেক্ষণ থেকে ‘আপত্তিকর’ অংশ এক্সপাঞ্চ করেন।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এমএবি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

অসুস্থ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যুবদল নেতা মুন্না

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আইন উপসম্পাদক হলেন জার্জিস বিন এরতেজা

রাজধানীর ৩৫টি স্পটে যুবলীগের সুপেয় পানি, স্যালাইন ও ছাতা বিতরণ

ওলামা দলের ৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রভূ রাষ্ট্রের পরিকল্পনায় ফরিদপুরে দুই সহোদরকে হত্যা করা হয়েছে: রাশেদ প্রধান

বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া

যদি বন্ধু হও সীমান্তে অহরহ গুলি কেন, ভারতকে ফারুক

শনিবার স্কুল খোলা রেখে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে: রিজভী

সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে যাওয়ায় বিএনপির ৭৩ নেতা বহিষ্কার

‘ফরিদপুরে সহোদর হত্যায় প্রভাবশালীদের এখনো গ্রেপ্তার করেনি প্রশাসন’

এই বিভাগের সব খবর

শিরোনাম :