সিরিবর্দনের ব্যাটে শ্রীলঙ্কার সংগ্রহ ২৩৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৭, ১৮:৫০

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে, জিততে হলে ভারতকে করতে হবে ২৩৭ রান।

বৃহস্পতিবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন মিলিন্দা সিরিবর্দনে। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন চামারা কাপুগেদারা। ভারতের পক্ষে জ্যাসপ্রীত বুমরাহ ৪টি, যুজবেন্দ্র চাহাল ২টি, হার্দিক পান্ডিয়া ১টি ও আক্সার প্যাটেল ১টি করে উইকেট নেন।

সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। প্রথম ম্যাচে বিরাট কোহলিরা জিতেছিল ৯ উইকেট। সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ২৭, ৩১ আগস্ট ও ৩ সেপ্টেম্বর।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ইনিংস: ২৩৬/৮ (৫০ ওভার)

নিরোশান ডিকওয়েলা ৩১, দানুশকা ‍গুনাথিলাকা ১৯, কুসল মেন্ডিস ১৯, উপুল থারাঙ্গা ৯, অ্যাঞ্জেলো ম্যাথুজ ২০, মিলিন্দা সিরিবর্দনে ৫৮, চামারা কাপুগেদারা ৪০, আকিলা ধনঞ্জয়া ৯, দুশমান্থ চামিরা ৬*, বিশ্ব ফার্নান্দো ৩*; ভুবনেশ্বর ‍কুমার ০/৫৩, জ্যাসপ্রীত বুমরাহ ৪/৪৩, যুজবেন্দ্র চাহাল ২/৪৩, হার্দিক পান্ডিয়া ১/২৪, আক্সার প্যাটেল ১/৩০, কেদার যাদব ০/৩২)।

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :