হোসেনি দালানের বোমা হামলার মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০০
ফাইল ছবি

শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলার মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১৯ নভেম্বর ধার্য করেছে আদালত।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন নতুন এ তারিখ ঠিক করেন।

এর আগে গত ৩১ মে আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় চার্জগঠন করে আদালত। ২০১৬ সালের ১৭ অক্টোবর দশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আসামিরা হলেন- জাহিদ হাসান ওরফে রানা ওরফে মুসায়াব, আরমান, রুবেল ইসলাম ওরফে সজীব, কবির হোসেন ওরফে রাশেদ ওরফে আশিক, মাসুদ রানা, আহসানউল্লাহ মাহমুদ, আবু সাঈদ সোলায়মান ওরফে সালমান, শাহজালাল, ওমর ফারুক ওরফে মানিক ও চান মিয়া। তাঁরা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

তদন্তে জেএমবির ১৩ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। তবে তাদের মধ্যে তিনজন ইতিমধ্যে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় তাদের বাদ দেয়া হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ অক্টোবর দিবগত রাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশ নিতে পুরান ঢাকার হোসনি দালানে আসেন নগরীর বিভিন্ন এলাকার মানুষ। রাত পৌনে দুইটার দিকে ওই হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সাজ্জাদ হোসেন নামে কিশোর নিহত হন। আহত হন শতাধিক।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

এই বিভাগের সব খবর

শিরোনাম :