৪২৪ রানের টার্গেট, ০ রানে নেই ২ উইকেট

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৯:৩৫ | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৭, ১৮:৪০

৬ উইকেটে ২৪৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সেনউয়েস পার্কে জিততে হলে বাংলাদেশকে ৪২৪ রান করতে হবে। হাতে প্রায় দেড়দিন থাকলেও চতুর্থ ইনিংসে এই রান করা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। কারণ দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ৩২০। যা চলমান টেস্টের প্রথম ইনিংসেই করেছে টাইগাররা।

এদিকে বিশাল টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই মহাপবিপদে বাংলাদেশ। কোনো রান না করেই মরনে মরকেলের বলে ফিরে যান ওপেনার তামিম ও ওয়ান ডাউন ব্যাটসম্যান মুমিনুল হক। মানে ০ রানে ২ উইকেট নেই। ভয়াবহ ব্যাটিং ধস। এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ২ উইকেটে ২২।

আজ চতুর্থ দিনে ৩ উইকেটে ২০৩ রান নিয়ে লাঞ্চে যায় প্রোটিয়ারা। লাঞ্চের পর বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। এরপর শুরু হয় মুমিনুল ম্যাজিক। দ্বিতীয় সেশনের শুরুতেই অনিয়মিত বোলার মুমিনুল হকের কল্যাণে উইকেট পায় বাংলাদেশ। ৮১ রানে অধিনায়ক ডু প্লেসিসকে এলবির ফাঁদে ফেলেন মুমিনুল।

এরপর বাভুমাকে ফেরান ৭১ রানে। ডি কককেও আগে বাড়তে দেননি তিনি। ৮ রানে ডি কককে আউট করেন মুমিনুল। এর কিছু পরেই ৬ উইকেটে ২৪৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন মুমিনুল। ৩০ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ।

৩ উইকেটে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে প্রথম ইনিংসে ৩২০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

তৃতীয় দিনের শেষ এক ঘন্টা খেলা হতে পারেনি আলোর স্বল্পতার কারণে। ২ উইকেটে ৫৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৯.১ ওভারে ৩২০ (আগের দিন ১২৭/৩) (মুমিনুল ৭৭, তামিম ৩৯, মাহমুদউল্লাহ ৬৬, সাব্বির ৩০, মিরাজ ৮, তাসকিন ১, শফিউল ২, মোস্তাফিজ ১০*; মর্কেল ২/৫১, রাবাদা ২/৮৪, মহারাজ ৩/৯২, অলিভিয়ের ১/৫২, ফেলুকওয়ায়ো ১/১৮, মার্করাম ০/১৩)।

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৪৬ ওভারে ৪৯৬/৩ডি.(এলগার ১৯৯, মার্করাম ৯৭, আমলা ১৩৭, বাভুমা ৩১*, ডু প্লেসি ২৬*; মোস্তাফিজ ১/৯৮, শফিউল ১/৭৪, মিরাজ ০/১৭৮, তাসকিন ০/৮৮, মাহমুদউল্লাহ ০/২৪, মুমিনুল ০/১৫, সাব্বির ০/১৫)।

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৫৬ ওভারে ২৪৭/৬ ডি. (মার্করাম ১৫, এলগার ১৮, আমলা ২৮, বাভুমা ৭১, প্লেসিস ৮১; মিরাজ ০/৬৯, শফিউল ১/৪৭, মোস্তাফিজ ২/৩০, মুমিনুল ৩/২৭ তাসকিন ০/২৯)

(ঢাকাটাইমস/১অক্টোবর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :