রোহিঙ্গাদের দেশত্যাগ বন্ধ করুন, মিয়ানমারকে ভারত

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৭, ২১:৫৮| আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ২২:০৩
অ- অ+
ফাইল ছবি

রোহিঙ্গাদের দেশ ত্যাগ রোধে এবং বাংলাদেশ থেকে তাদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবর্তনে উৎসাহিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ভারত। জেনেভায় সদ্যসমাপ্ত জাতিসংঘ মানবাধিকার কমিশনের অধিবেশনে ভারত এ আহ্বান জানায়।

সোমবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে ভারতের প্রতিনিধির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘ভারত মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতিতে গভীর উদ্বিগ্ন। সংযমের সঙ্গে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর এ পরিস্থিতি মোকাবেলা করা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি বেসামরিক লোকজনের নিরাপত্তার বিষয়টিও দেখা উচিত।’

ভারতীয় প্রতিনিধি বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানের ফলে রাখাইন রাজ্য থেকে বিপুলসংখ্যক মানুষ দেশ ত্যাগ করেছে। এদের অধিকাংশই প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বিপুলসংখ্যক মানুষকে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে ভারতীয় প্রতিনিধি বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি ও সমর্থনের দাবি রাখে।

তিনি বলেন, প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হিসেবে ভারত বাংলাদেশ সরকারের সমর্থনে দ্রুত সাড়া দিয়ে ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

ভারতীয় প্রতিনিধি কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের অঙ্গীকার এবং রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা লোকজনকে ফিরিয়ে নেয়ার আশ্বাস প্রদান করায় মিয়ানমার সরকারকে ধন্যবাদ জানান।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
চাঁদপুরে খুতবার ‘ভুল ব্যাখ্যা’কে কেন্দ্র করে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা