বিদ্যুতের দাম ১০.৩৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব ওজোপাডিকো’র

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১০ দশমিক ৩৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) গণশুনানির ষষ্ঠ দিনে এই প্রস্তাব তুলে ধরেন ওজোপাডিকো’র ডিজিএম (বাণিজ্যিক) রবীন্দ্রনাথ দত্ত। এর আগে ২০১৭ সালের ১৩ মার্চ খুচরা মুল্যহার গড়ে ১০.৩৬ শতাংশ বাড়ানোর জন্য বাংলাদেশ রেগুলেটরি কমিশন বরাবর আবেদন করা হয়।
আবেদনে জনবল খরচ বৃদ্ধি, নতুন সম্পদ যোগ, অবচয় খরচ, ব্যাংক সুদের হার কমে যাওয়ার ফলে বিদ্যমান পাইকারি ট্যারিফ বিবেচনায় বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয়া হয়।
রবীন্দ্রনাথ দত্ত বলেন, ‘২০১৬-১৭ অর্থবছরে নীট সরবরাহ ব্যয় ইউনিট প্রতি ৬.৭৮ টাকা। বিদ্যমান খুচরা ট্যারিফ ইউনিট প্রতি ৬.৪০ টাকা। ফলে ইউনিট প্রতি ঘাটতি ০.৩৮ টাকা।’
রবীন্দ্রনাথ বলেন, ‘বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রির কারণে ২০১৬-১৭ অর্থবছরে ৭১ কোটি ৬৩ লাখ টাকা লোকসান হয়েছে। এতে ২০১৬-১৭ অর্থবছরে ডিএসএল বাবদ সরকারকে ১৩ কোটি ৬৮ লাখ টাকা জমা দেওয়ার কথা থাকলেও সম্ভব হয়নি। জমা দেওয়া হয়েছে মাত্র ১ কোটি ১২ লাখ টাকা।’
এদিকে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটির হিসেবে ২০১৭-১৮ অর্থবছরে নীট রাজস্ব চাহিদা ৬.৫৭ টাকা। বিদ্যমান খুচরা মূল্য ৬.৪৬ টাকা। অর্থাৎ ২০১৭-১৮ অর্থবছরের রাজস্ব ঘাটতি ইউনিট প্রতি ০.১১ টাকা দেখানো হয়েছে।
পিডিবির পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধির আবেদনের প্রেক্ষিতে বিইআরসি’র পক্ষ থেকে চলমান গণশুনানিতে বিইআরসি কারিগরি মূল্যায়ন কমিটি খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের ২১ জেলায় বিতরণের দায়িত্বে থাকা কোম্পানিটির বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ করেছে।
বিইআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান, রহমান মুরশেদ, আবদুল আজিজ খান ও মাহমুদউল হক ভুইয়া প্রমুখ।
এর আগে শুনানিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বাল্ক বা পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৪ দশমিক ৭৮ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৪ দশমিক ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) প্রতি ইউনিট বিদ্যুতের ট্যারিফ ৪৩ পয়সা বা ৬ দশমিক ২৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে।
এছাড়া ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২০ পয়সা বা ৬ দশমিক ৩৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে।
(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এএকে/এমআর)

মন্তব্য করুন