রবির অ্যাপের মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৫১

মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশ জন্মের ইতিহাস সমৃদ্ধ একটি অ্যাপ অবমুক্ত করেছে টেলিকম অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অ্যাপটি অবমুক্ত করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অনেকেই জানেন না। স্বাধীনতার পর পরই ১৯৭৫ সালে স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এরপর মুক্তিযুদ্ধের গৌরবগাঁধা চাপা দিয়ে রাখা হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধারা তাদের হারানো সম্মান ফিরে পায়। দেশের মানুষও জানতে পারে এদেশের জন্মের ইতিহাস।’

সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, ‘এই অ্যাপটির মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার পাশাপাশি বাংলাদেশের ইতিহাস ঐহিত্য সম্পর্কে এদেশের মানুষ ধারণা পাবেন।’

রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন বলেন, ‘রবির এই উদ্ভাবনী অ্যাপের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনের গৌরবগাঁধা তুলে ধরা হয়েছে। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে ২ থেকে পাচশ টাকার যেকোনো নোট স্ক্যান করে কেউ কেই জানতে পারবেন স্বাধীনতার ইতিহাস। ’

সাভারে স্থাপিত জাতীয় স্মৃতিসৌধের প্রতিটি স্তম্ভের পেছনের গল্প অ্যাপটিতে ফুটিয়ে তোলা হয়েছে।

মাহতাব উদ্দিন জানান, বাংলাদেশের প্রতিটি টাকায় জাতীয় স্মৃতিসৌধের ছবি আছে। দেশের সবার হাতেই টাকা রয়েছে। তাই অ্যাপটিতে স্মৃতিসৌধের রূপকল্প দিয়ে অ্যাপটি সাজানো হয়েছে। যাতে করে যে কেউ টাকায় অঙ্কিত স্মৃতি সৌধের ছবি স্মার্টফোনে স্ক্যান করে বাংলাদেশে গৌরবের ইতিহাস সম্পর্কে ধারণা পেতে পারেন।

রবির বিজয় ইতিহাস নামের এই অ্যাপটির মাধ্যমে ২, ৫, ৫০, ১০০ এবং ৫০০ টাকার নোট স্ক্যান করে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসন জারি, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অডিও ভিজুয়াল ইতিহাস জানা যাবে।

প্লে স্টোর থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করা যাবে।

অ্যাপটি ডাউনলোড করা যাবে এই লিংকে: https://play.google.com/store/apps/details?id=com.Robi.Bijoy_Itihash&hl=en

অনুষ্ঠানে চিত্রশিল্পী মুস্তফা মনোয়ারসহ মুক্তিদ্ধের বেশ কয়েকজন বীরাঙ্গনা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :