কম দামে সেলফি ফোন আনলো ওয়ালটন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৭, ১০:০৪

সাশ্রয়ী মূল্যের নতুন সেলফি ফোন এনেছে ওয়ালটন। যার মডেল ‘প্রিমো এনএইচ৩আই’। এই স্মার্টফোনের উভয় ক্যামেরায় রয়েছে ‘পোর্টেট মোড’। যা ‘বোকেহ’ ইফেক্টের মাধ্যমে ছবিতে ডিএসএলআর-এর মতো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড দেবে। ফলে সাবজেক্টকে ফোকাস করে আশেপাশের সবকিছুকে ব্লার করে সেলফি বা ছবি তোলা যাবে। প্রতিটি ছবি হবে উজ্জ্বল ও প্রাণবন্ত।

ওয়ালটন সেল্যুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান জানান, এই ফোনের উভয় প্রান্তে ব্যবহার করা হয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৫ মেগাপিক্সেল ক্যামেরা। যা গ্রাহককে প্রত্যাশার চেয়ে ভালো ছবি উপহার দেবে। ক্যামেরায় নরমাল মোড ছাড়াও রয়েছে প্রফেশনাল মোডে ছবি তোলার সুবিধা। বিউটি মোড, ফিল্টার মোড, নাইট মোড, এইচডিআর, টাইম ল্যাপস, প্যানোরমা, সিন ফ্রেমের মতো আকর্ষণীয় অপশন তো থাকছেই। উভয় ক্যামেরায় ধারণ করা যাবে ফুল এইচডি ভিডিও।

তিনি আরো জানান, ‘প্রিমো এনএইচ৩আই’ স্মার্টফোনে রয়েছে ৫.৫ ইঞ্চির আইপিএস এইচডি ডিসপ্লে। ১৬ মিলিয়ন কালার সাপোর্টেড ১২৮০ বাই ৭২০ রেজুলেশনের পর্দা থাকায় এই ফোনে ছবি ও ভিডিওর মান হবে স্পষ্ট ও জীবন্ত। পর্দার সুরক্ষায় ব্যবহার করা হয়েছে আঁচড় ও ধুলারোধী গ্লাস।

নতুন এই ফোনের উচ্চগতি নিশ্চিতে আছে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর। রয়েছে ১ গিগাবাইট র‌্যাম। প্রাণবন্ত ভিডিও ও গেমিং অভিজ্ঞতা দিতে গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি-৪০০। প্রয়োজনীয় ফাইল সংরক্ষণে রয়েছে ৮ গিগাবাইট স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফলে অনেক বেশি ছবি, ভিডিও, ডকুমেন্টস ইত্যাদি সংরক্ষণ করা যাবে।

অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনটির প্রয়োজনীয় পাওয়ার ব্যাক-আপের জন্য রয়েছে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।

এই ফোনে মিরা ভিশন ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করায় ছবি ও ভিডিওর কালার হবে ভাইব্রান্ট ও বৈচিত্রময়। মাল্টি-উইন্ডো প্রযুক্তি থাকায় একই সঙ্গে ডিসপ্লেতে একাধিক অ্যাপস ব্যবহার করা যাবে। ইন্টিগ্রেটেড ব্যাটারি সেভার থাকায় ব্যাটারি সাশ্রয় হবে।

থ্রিজি সাপোর্টেড ফোনটিতে একসঙ্গে ব্যবহার করা যাবে দুটি সিম। কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ল্যান হটস্পট, ওটিএ ও মাইক্রো ইউএসবি২ সুবিধা, জিপিএস, এ-জিপিএস নেভিগেশন, প্রোক্সিমিটি, এক্সিলারোমিটার (থ্রিডি) ইত্যাদি।

মাল্টিমিডিয়া ফিচার হিসেবে আছে ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ও রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও। অন্যান্য ফিচারের মধ্যে আছে নোটিফিকেশন লাইট, স্মার্ট জেসচার, স্মার্ট অ্যাকশন ইত্যাদি।

ক্রেতাদের রুচি ও চাহিদার ভিন্নতা অনুযায়ী কালো ও সোনালি রঙের হয়েছে নতুন এই স্মার্টফোন। সারা দেশে বিস্তৃত ওয়ালটন প্লাজা এবং ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে পাওয়া যাচ্ছে নতুন এই ফোনটি। যার দাম ধরা হয়েছে মাত্র ৬ হাজার ৬৯০ টাকা।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :