কুমিল্লা বোর্ডের খারাপ ফলের প্রভাব সারাদেশে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৬:৪২ | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৫:১৩
ফাইল ছবি

এবার জেএসসি ও জেডিসিতে পাসের হার কমেছে প্রায় ১০ শতাংশ। ১০টি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৬৫, যা গতবছর ছিল ৯৩ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ এবার ৯ দশমিক ৪১ শতাংশ পাসের হার কমেছে। এবারও বোর্ডগুলোর মধ্যে খারাপ ফল করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৮৩ শতাংশ। গতবছরও এই বোর্ডের ফলাফল ছিল সবচেয়ে কম।

এই বোর্ডের ফলাফলের কারণে সার্বিক ফলাফল খারাপ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কুমিল্লা বোর্ড ধারাবাহিকভাবে খারাপ করছে। এর ফল সার্বিক ফলাফলে পড়ছে। তবে কেন কুমিল্লা খারাপ করছে সে বিষয়ে আমরা গভীরে যেতে চাই। গভীরে গিয়ে এটা নিয়ে গবেষণা করতে চাই। তবে আজকে যেহেতু ফল প্রকাশ হলো আজই তো আর এটা নিয়ে মাঠে নামা সম্ভব না। আমরা এটা নিয়ে মাঠে যাবো। পর্যালোচনা করবো। সার্বিক বিষয় নিয়ে আমরা ফলাফল নিয়ে গবেষণা করবো।

শনিবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, এবার ১০টি শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২৪ লাখ ৮২ হাজার ৩৪২ জন, যা গত বছর ছিল ২৩ লাখ ৪৬ হাজার ৯৫৯ জন। বেড়েছে এক লাখ ৩৫ হাজার ৩৮৩ জন। আর এবার পাস করেছে ২০ লাখ ১৮ হাজার ২৭১ জন। যা গত বছর ছিল ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন। এবার কমেছে এক লাখ ৬৫ হাজার ৭০৪ জন।

এবছর পাসের হার ৮৩ দশমিক ৮৫ শতাংশ। যা গতবছর ছিল ৯৩ দশমিক ০৬। এবার কমেছে ৯. ৪১ শতাংশ।

কমেছে জিপিএ ফাইভ

এবার জেএসসি ও জেডিসিতে জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ ৯১ হাজার ৬২৮ জন। যা গত বছর ছিল দুই লাখ ৪৭ হাজার ৫৮৮ জন। কমেছে ৫৫ হাজার ৯৬০ জন।

এগিয়ে মেয়েরা

এবার পাসের হার ও জিপিএ ফাইভে এগিয়ে আছে মেয়েরা। ছাত্রী পাসের হার ৯৩ দশমিক ৭৩ শতাংশ। যা গত বছর ছিল ৯৩ দশমিক ১৭। আর এবার ছাত্র পাসের হার ৮৩ দশমিক ৫৬ শতাংশ। যা গত বছর ছিল ৯২ দশমিক ৯২ শতাংশ।

এবার জিপিএ ফাইভের দিকেও এগিয়ে মেয়েরা। মেয়েদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ ১০ হাজার ৭৩০ জন। যা গত বছর ছিল এক লাখ ৪১ হাজার ২৪৩ জন।

অন্যদিকে এবার ছাত্রদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৮০ হাজার ৮৯৮ জন। যা গত বছর ছিল এক লাখ ছয় হাজার ৩৪৫ জন।

এবছর ছেলেদের চেয়ে মেয়েরা ২৯ হাজার ৮৩২ জন জিপিএ ফাইভ বেশি পেয়েছে।

শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান কমেছে

এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এবার এই সংখ্যা পাঁচ হাজার ২৭টি। যা গত বছর ছিল নয় হাজার ৪৫০টি। এবার কমেছে চার হাজার ১৭১টি।

শূন্য পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে

এবার শূন্য পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এই সংখ্যা ৫৯টি। যা গতবছর ছিল ২৮টি। এবার বেড়েছে ৩১টি। এবার আট হাজার ৮২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত। যা গতবছর ছিল ২৮ হাজার ৭৪১টি। এবার বেড়েছে ৮৩টি। এছাড়াও সারাদেশে মোট কেন্দ্রের সংখ্যা ছিল দুই হাজার ৮৪৩টি। গত বছর এই সংখ্যা ছিল দুই হাজার ৭৩৪টি। বেড়েছে ১০০টি।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এমএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের অগ্রগতি জানাতে আল্টিমেটাম

ইবি বিজনেস ক্লাবের যাত্রা শুরু; সভাপতি নাজিম, সম্পাদক রাফায়েল

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন পাবনার দুলাল

স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে সমাবেশ

বেরোবি ও বাংলাদেশ মেরিন একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে পাঠদান

বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সভা 

ইবি এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

‘কর্মনিষ্ঠ ও ত্যাগী পেশাজীবীকে প্রতিষ্ঠান সবসময় মনে রাখবে’

এই বিভাগের সব খবর

শিরোনাম :