নিলামে শ্রীদেবীর আঁকা ছবি

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ মার্চ ২০১৮, ১২:৩০ | প্রকাশিত : ০২ মার্চ ২০১৮, ০৯:৩৫

নীল রঙের আঁচড়ে আঁকা ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করুন। চিনতে পারছেন ছবির মানুষটিকে? হ্যাঁ, এটি বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুরের ছবি। ছবিটি এঁকেছেন আরও অনেক বড় মাপের একজন অভিনেত্রী। তিনি হলেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম নারী সুপারস্টার নায়িকা শ্রীদেবী। গত ২৪ ফেব্রুয়ারি, শনিবার রাতে যিনি বাথটাবের পানিতে দম আটকে মারা যান।

ভাইপো মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি সপরিবারে দুবাই গিয়েছিলেন নায়িকা। বিয়ের অনুষ্ঠান শেষ করে স্বামী বনি কাপুর ছোট মেয়ে খুশিকে নিয়ে মুম্বাই ফিরে আসলেও, থেকে গিয়েছিলেন শুধু শ্রীদেবী। কারণ, কয়েক দিন বাদেই দুবাইতে তাঁর আঁকা বেশ কয়েকটি ছবির নিলাম হওয়ার কথা।

অবসর সময়ে ছবি আঁকতে খুব ভালবাসতেন সদ্য প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। তাঁর আঁকা যে সব ছবি নিলামে উঠছে, তার মধ্যে রয়েছে সোনম কাপুরের এই ছবিটিও। সোনমের প্রথম ছবি ‘সাওয়ারিয়া’র একটি গানের দৃশ্যে তিনি নীল পোশাক পরেছিলেন। সেই আদলেই সোনমের ছবিটি এঁকেছিলেন শ্রীদেবী।

বুধবার শ্রীদেবীর শেষকৃত্যের পরেই তার স্মরণে দীর্ঘ এক টুইট করেন স্বামী বনি কাপুর। সেখানে তিনি লেখেন, ‘সারা পৃথিবীর কাছে শ্রীদেবী ছিল চাঁদনী। এক অনন্য অভিনেত্রী। কিন্তু ও ছিল আমার ভালোবাসা। আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার পার্টনার, আমার দুই মেয়ের মা। মেয়েদের জীবনে তাদের মা-ই ছিল সবকিছু। আমাদের তিন জনের জীবনটাই চলত ওকে ঘিরে। রেস্ট ইন পিস মাই লাভ। তোমাকে ছাড়া আমাদের জীবন কখনোই আর আগের মতো হবে না।’

তিনি আরও লেখেন, ‘শ্রী আমাদের বেঁচে থাকার কারণ ছিল। আমার প্রাণ ছিল ও। ওর জন্যই আমাদের মুখে হাসি ফুটত। এই মুহূর্তে দুই মেয়েকে সামলানোই আমার একমাত্র লক্ষ্য।’ শুধু তাই নয়, শোকের মুহূর্তে দুই মেয়ে জাহ্নবী ও খুশির পাশে দাঁড়ানোয় তিনি প্রথম পক্ষের দুই সন্তান অর্জুন কাপুর ও মেয়ে অনসূলার প্রতিও টুইটে কৃতজ্ঞতা জানান।

গত ২৪ ফেব্রুয়ারি, শনিবার রাতে দুবাইয়ের জুমেইরা এমিরেটস হোটেলের ২২০১ নম্বর কক্ষের বাথরুম থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় শ্রীদেবীকে। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরেনসিক রিপোর্টে প্রথমে হৃদরোগে মৃত্য হয়েছে বলা হলেও, পরে জানানো হয়, বাথটাবের পানিতে দম আটকে মৃত্যু হয়েছে নায়িকার। এ নিয়ে জল কম ঘোলা হয়নি। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল শ্রীদেবীর স্বামী বনি কাপুরসহ ভাইপো মোহিত মারওয়ার পরিবারকেও।

নায়িকার মৃত্যুকে ঘিরে তিন দিন ধরে চলে নানা নাটকীয়তা। পরে গত মঙ্গলবার সব মামলা বন্ধ করে দিয়ে দুপুরের দিকে শ্রীদেবীর মরদেহ পরিবারের হাতে তুলে দেয় দুবাই পুলিশ। ওইদিনই রাত সাড়ে ৯টা নাগাদ বিশেষ চাটার্ড বিমানে করে নায়িকার মরদেহ নিয়ে আসা হয় মুম্বাইয়ে। পরে বুধবার সন্ধ্যায় ভিলে পার্লের সেবাসমাজ শ্মশানে সম্পন্ন হয় তার শেষকৃত্য।

ঢাকাটাইমস/০২মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :