এই পাঁচটি কাজ করলে নতুন চুল গজাবে

মাহবুবুল আলম সঞ্জীব, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৮, ১৪:৩৫

বয়স বাড়লে মাথার চুল পড়ে। কিন্তু যেই হারে চুল পড়ে, সেই হারে নতুন চুল গজায় না। ফলে দিনে দিনে মাথায় টাক পড়ে যায়। প্রাকৃতিক উপায়েই আপনি চুল পড়া রোধ করতে পারেন। এসব পদ্ধতি অবলম্বনে মাথায় নতুন চুল গজাবে। জেনে নিন চুল পড়া রোধ করে মাথায় নতুন চুল গজানোর পাঁচটি কার্যকরী নিয়ামক।

গরম তেল

চুলে নিয়মিত গরম তেল ব্যবহার করুন। নারিকেল ও আলমন্ড তেল কুসুম গরম করে মাথার খুলিতে ম্যাসাজ করুন। পরপর কয়েকদিন রাতে এই পদ্ধতি অবলম্বন করুন। ফলাফল হাতে-নাতে পাবেন। চুল পড়া তো বন্ধ হবেই, নতুন চুলও গজাবে।

পিঁয়াজের রস

পিঁয়াজের রসে আছে উচ্চ মাত্রার সালফার যা চুলের গোড়ায় রক্ত চলাচল বৃদ্ধি করে। ফলে চুল পড়া বন্ধ হয়। নতুন চুলও গজায়। এছাড়াও পিঁয়াজের রস মাথা ঠান্ডা রাখে। মাথা ব্যথা দূর করে।

বিট মূলের রস কথায় আছে শরীরের সব ধরনের সমস্যার সমাধান খুঁজে পাবেন রান্না ঘরে। বিট মূলের রস শরীরে পুস্টির অভাব পুরণ করে। পাশাপাশি এই রস চুল পড়া বন্ধ করে। নিয়মিত বীট মূলের রস ব্যবহারে নতুন চুল গজায়।

নিম পাতার রস স্বাস্থ্য সুরক্ষায় নিম পাতা প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। নিমের পাতা বেটে রস বের করে নিন। এর রস গোসলের আগে চুলের চুলের গোড়ায় ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ নিম পাতার রস ব্যবহার করলে মাথার হারানো চুল ফিরে পাবেন। চুল হবে স্বাস্থ্যেজ্বল।

অ্যালেভেরা অ্যালোভেরায় আছে ভিটামিন-ই। ভিটামিন-ই চুল পড়া রোধ করার পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে। নিয়মিত অ্যালোভেরার রস মাথায় মাখলে চুল হবে আরো কালো। সিল্কি চুল পেতে চাইলে রোজ মাথায় এর রস ব্যবহার করুন।

(ঢাকাটাইমস/৭জুলাই/এমএ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :