জার্সি গায়ে ক্রোয়েশিয়ার মন্ত্রিপরিষদের বৈঠক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৫:৩৭ | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৮, ১৫:৩৫

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২-১ গোলের জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে ক্রোয়েশিয়া। ক্রোয়েটদের ফুটবল ইতিহাসের এই গর্বের মুহূর্ত পুরো দেশেই আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। বাদ যায়নি দেশটির মন্ত্রিপরিষদও। সেমিফাইনালে জয়ের একদিন পর দেশটির রাজধানী জাগরেবে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে সবাই জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে হাজির হন।

সেমিফাইনাল ম্যাচের শুরুতেই কিয়েরেন ত্রিপিয়ারের ফ্রি কিক গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে ইভান পেরিসিচের গোলে সমতায় ফিরলেও ম্যাচে জ

য়সূচক গোলের জন্য অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় ক্রোয়েশিয়াকে। ম্যাচের ১০৯ মিনিটে মারিও মান্দজুকিচের গোলে ঐতিহাসিক জয় পায় ক্রোয়েটরা।

দেশের ফুটবলের এমন অভূতপূর্ব মুহূর্তকে ঘিরে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে পুরো ক্রোয়েশিয়া। যার ঢেউ লেগেছে দেশটির ক্যাবিনেটেও। ওই ম্যাচের পরদিন মন্ত্রিসভার বৈঠকে সব সদস্যরা তাদের স্বাভাবিক ফরমাল পোশাক বাদ দিয়ে জাতীয় দলের লাল-সাদা জার্সি পরে।

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টও দারুণ ফুটবলপাগল। সোচিতে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ম্যাচে ভিআইপি বক্সে বসে খেলা দেখার সময় জাতীয় দলের জার্সি গায়ে তার উচ্ছ্বাস প্রকাশ অনেকেরই নজর কেড়েছে। মদ্রিচদের সমর্থন দিতে ফাইনাল ম্যাচেও উপস্থিত থাকার কথা ক্রোয়েট প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচের।

ক্রোয়েট প্রসিডেন্টের ফুটবল নিয়ে আগ্রহের ছোঁয়া লেগেছে দেশটির মন্ত্রিসভায়ও। ১৯৫০ সালের পর ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে বিশ্বকাপের ফাইনালে ওঠা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাভোর বজিনোভিচ ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে জাতীয় দলের জার্সি গায়ে উপস্থিত হন।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ১৫ জুলাই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

ঢাকাটাইমস/১৪জুলাই/এইচএ

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :