দু’দিন ভ্রমণের পর বাংলাদেশ শিবিরে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ১১:০৬

টানা দুইদিন ভ্রমণের পর জ্যামাইকায় অবস্থিত বাংলাদেশ শিবিরে পৌঁছালেন মাশরাফি বিন মর্তুজা। গত দুইদিন আগে জ্যামাইকার উদ্দেশ্য দেশ ছেড়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি। দীর্ঘ দুইদিন ভ্রমণের পর অবশেষে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টায় গিয়ে ক্যারিবীয় দীপপুঞ্জের দেশটিতে পা রাখেন অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য গত ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১ টা ৪০ মিনিটে ঢাকা ছেড়েছেন মাশরাফি। বাংলাদেশ থেকে জ্যামাইকায় সরাসরি যাওয়ার কোন ব্যবস্থা না থাকার কারণে দুবাই-মিলান-নিউইয়র্ক হয়ে জ্যামাইকায় পৌঁছান তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে মাঠে নামার আগে আজ ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আর বুধবার সেখানকার স্থানীয় সময় অনুযায়ী মধ্যেরাতে টাইগার শিবিরে যোগ দেন মাশরাফি। দীর্ঘ দুই দিনের ভ্রমণের ক্লান্তি পর আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামাটা সম্ভব হবে না অধিনায়কের। তবে সতীর্থদের শক্তি যোগাতে দলের সঙ্গেই হয়তো থাকবেন মাশরাফি বিন মর্তুজা।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :