বাকৃবিতে আগুনে পুড়ল বর্ষপূর্তি অনুষ্ঠানের মঞ্চ

রাকিবুল হাসান, বাকৃবি প্রতিনিধি
| আপডেট : ২২ জুলাই ২০১৮, ০৯:২১ | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ০৯:১৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি ও চর উন্নয়ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানের মূল মঞ্চ পুড়ে ছাই হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রবিবার ওই উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে।

জানা গেছে, অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে পাঁচ হাজার লোকের আসন বিশিষ্ট একটি প্যান্ডেল এবং মঞ্চ তৈরি করা হয়েছিল। শনিবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে প্যান্ডেলে উপরে হঠাৎ আগুনে ফুলকি দেখতে পাওয়া যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে চারিদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নেভাতে সক্ষম হন। তবে তার আগেই প্যান্ডেলের চেয়ার, ফ্যান, সাউন্ড সিস্টেম এবং এলইডি স্ক্রিনসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সহিদুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই আমারা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হই।

আগুনের সূত্রপাত সম্পর্কে পরিষ্কারভাবে কিছু বলতে না পারলেও সহিদুর রহমানের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

রাতে উপাচার্য মো. আলী আকবর বলেন, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে।

দুর্ঘটনার জন্য রবিবার রাষ্ট্রপতি আসবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রবিবার রাষ্ট্রপতি আসবেন এবং অনুষ্ঠান সম্পন্ন হবে বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে।

ঢাকাটাইমস/২২জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের অগ্রগতি জানাতে আল্টিমেটাম

ইবি বিজনেস ক্লাবের যাত্রা শুরু; সভাপতি নাজিম, সম্পাদক রাফায়েল

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন পাবনার দুলাল

স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে সমাবেশ

বেরোবি ও বাংলাদেশ মেরিন একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে পাঠদান

বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সভা 

ইবি এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

‘কর্মনিষ্ঠ ও ত্যাগী পেশাজীবীকে প্রতিষ্ঠান সবসময় মনে রাখবে’

এই বিভাগের সব খবর

শিরোনাম :