দুই-একটা যুদ্ধ তো হতেই পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুলাই ২০১৮, ০৯:১২ | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ২০:৫৫

চলমান মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযু্দ্ধের ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি জানান, মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের যখন ধরতে যান তখন তারা তাদের প্রভাব-প্রতিপত্তি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মোকাবেলা করে। তখন র‌্যাব-পুলিশকে তাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আর এই চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে গিয়ে দুই-একটা বন্দুকযুদ্ধের মতো ঘটনা ঘটছে।

মন্ত্রী ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমাদের জেলের ধারণক্ষমতা ৩৭ হাজার। সেখানে মাদক ব্যবসায়ী, সেবী বা মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বন্দীর সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে। এতেই বোঝা যায় মাদকের কী ভয়াবহতা। সেই জায়গায় দুই-একটা যুদ্ধ তো হতেই পারে বা অনিবার্য কারণে হচ্ছে। তাদের রাজস্ব রক্ষার জন্য কিংবা তাদের অর্থ, ব্যবসার স্থলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যায়, তাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আর এই কারণেই এসব ঘটনা ঘটছে।’

রবিবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে মাদকবিরোধী বিজ্ঞাপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র‌্যাব আজ থেকে নয়, সেই প্রতিষ্ঠানলগ্ন থেকেই মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এই কারণে র‌্যাব জনগণের কাছে আস্থার জায়গায় পরিণত হয়েছে। মাদকের সঙ্গে সম্পৃক্ত ৭৬ হাজারের বেশি মানুষকে তারা ধরেছে এবং বিচারের মুখোমুখি করেছে। আমরা মাদকের ডিমান্ড হ্রাস, সাপ্লাই হ্রাস এবং যারা নেশাগ্রস্ত হয়ে গেছে তাদের ফিরিয়ে আনা এই তিনটি বিষয় নিয়ে কাজ করছি। এই তিনটি বিষয় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‌্যাব ও পুলিশ কাজ করছে।’

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটি ‘ঠুটো জগন্নাথ’ এর মতো প্রতিষ্ঠান পেয়েছিল। এটাকে ঢেলে সাজিয়ে একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আজ প্রতিষ্ঠানটি পুলিশ ফোর্সকে সাহায্য সহযোগিতা করছে। এজন্য আমরা ওই জায়গায়টিতে যেতে পারছি যেটা অনেক আগেই যাওয়া উচিত ছিল।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমনে জিরো টলারেন্সের কথা বলেছিলেন। আমরা দেশের জনগণকে সাথে নিয়ে সেটা করতে পেরেছি। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্সের কথা বলেছেন। সেই জন্যই আমরা ‘চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই শিরোনামে কাজ করছি। জঙ্গিবিরোধী ‘টিভিসি’ তৈরি করেছিল র‌্যাব, সেটা বেশ আলোড়ন সৃষ্টি করে।’

কামাল বলেন, ‘আশা করি র‌্যাবের এই মাদকবিরোধী ‘টিভিসি’ মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী করবে। মাদককে নিয়ন্ত্রণ করতে হবে এটা আমাদের বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে আমাতের জয়ী হতেই হবে। আমরা যে স্বপ্ন দেখছি ২০২১ ও ২০৪১ এর, তা কিন্তু মাদক নিয়ন্ত্রণ না হলে সফল হবে না।’

‘আমরা সেই দিনই এই যুদ্ধ থামাবো যেদিন দেখব আমরা যেই বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশ হয়েছে। যেদিন দেখব আমাদের মাদক নিয়ন্ত্রণ হয়েছে, আমরা মধ্য আয়ের দেশ ছেড়ে উন্নত দেশ হতে যাচ্ছি সেই দিন এই যুদ্ধ থামবে বা বন্ধ করব।’

মন্ত্রী বলেন, ‘রয়টার্সের সাংবাদিক বলেছিলেন, তোমরা এভাবে মানুষ মারছো কেন? আমি বলেছিলাম, আমরা মানুষ মারছি কীভাবে। আমরা তো কোনো মানুষকে মারি না। সাপ্লাই হ্রাস করার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী যখন যাচ্ছে সেখানেই তারা হামলার শিকার হচ্ছে। যেখানে অবৈধ ব্যবসা সেখানেই অবৈধ অস্ত্র, সেখানেই অবৈধ অর্থ। এইগুলো প্রটেকশন দেবার জন্য অস্ত্র আসতেই হবে। এই অবৈধ অর্থ রক্ষা করার জন্য অবৈধ অস্ত্র আসতেই হবে। যারা এই ব্যবসা করেন তারা অবৈধ অস্ত্র আশ্রয় নিয়েই থাকেন।’

‘গোয়েন্দারা দেশের সব জায়গায় ঘুরে মাদক ব্যবসায়ীদের একটি লিস্ট তৈরি করেছে। সেই অনুযায়ী চলেছে অভিযান। সেই অবৈধ মাদক ব্যবসায়ীদের যখন ধরতে যাওয়া হয় তারা তখন পুলিশের ওপর হামলা করে। এরপরে পরিণতি কী হয়েছে আপনার দেখেছেন। নিরাপত্তা বাহিনীকে চ্যালেঞ্জ করলে তারা তো বসে থাকবে না। সেই কাজটি আমাদের নিরাপত্তা বাহিনী যথার্থভাবেই করছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত আমাদের বন্ধু দেশ। তাদের সাথে সমন্বয় করছি। তারা সীমান্ত এলাকায় ফেনসিডিল কারখানা বন্ধ করে দিচ্ছে। তাদের বিএসএফ সহযোগিতা করছে। ফেনসিডিল এখন আমাদের নেশাখোরেরা ভুলেই গেছে। এখন সবাই ইয়াবার দিকে ঝুঁকছে। এই ইয়াবা এমনই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যারা এটা সেবন করে তাদের মেধা শেষ হয়, তারা মানসিক বেকারগ্রস্ত হয়, তারা কর্মক্ষমতা হারাচ্ছে, এমনকি যৌন ক্ষমতা হারাচ্ছে। এই যে ক্ষতিটা হচ্ছে আমাদের যুব সমাজের এটা রুখতে না পারলে আমাদের স্বপ্ন শেষ হয়ে যাবে। সেই জন্যই আমরা সর্বাত্মক যুদ্ধে এসেছি। সারা পৃথিবীতে যেখানেই মাদবদ্রব্য নিয়ন্ত্রণ করেছে তাদের কিন্তু সর্বাত্মক যুদ্ধেই নামতে হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘আমরা তামাক নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলাম যে ‘ধুমপান বিষপান’। এখন দেশ থেকে মোটামুটি ধুমপান কন্ট্রোল হয়ে গেছে। দেশে প্রকাশ্যে কেউ ধুমপান করেনই না, যারা করে তারা আড়ালে আবডালে করে। তারা বুঝতে পারে তাদের কী কষ্ট!’

‘মাদক নিয়ন্ত্রণেও আমরা সেই জায়গাটিতে এসে গিয়েছি। একদম নিয়ন্ত্রণ করে ফেলব সেটা বলতে পারছি না। তবে সামাজিকভাবে নিয়ন্ত্রণ করে ফেলব। আমরা সেই জায়গা থেকে সরে আসতে চাই বলে মাদকের বিজ্ঞাপন দিয়ে মানুষকে সচেতন করছি।’

(ঢাকাটাইমস/২২জুলাই/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু গত বছরের দ্বিগুণ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সচেষ্ট: আইজিপি

ঈদযাত্রায় সড়কে লক্কড়ঝক্কড় যানবাহন ঠেকাতে কঠোর থাকবে হাইওয়ে পুলিশ

বঙ্গবন্ধু লেখক জোটের কমিটি: তামিজী প্রেসিডেন্ট, শিহাব সেক্রেটারি

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে সেই পরিবহন বন্ধ করে দেওয়া হবে: রাঙ্গা

তিন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ, আট বিভাগে বৃষ্টির আভাস

চার অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত হওয়ার ঘটনায় বিএনপির নিন্দা 

কারওয়ান বাজারের কাঁচাবাজার ব্যবসায়ীদের গাবতলিতে স্থানান্তর করা হবে

বিএনপি নয়, আওয়ামী লীগই পরাজিত হয়েছে: মজনু

এই বিভাগের সব খবর

শিরোনাম :