বরিশালে ছয় আসনে ভোটার বেড়েছে আড়াই লাখ

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৭:০০ | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৮, ১৬:৪৯

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বরিশালের ৬ আসনের খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে বরিশালের এই আসনগুলোতে এবার ভোট কেন্দ্রের পাশাপাশি বেড়েছে ভোটারদের সংখ্যাও।

বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বরিশালের ৬টি নির্বাচনী এলাকায় ভোটার বেড়েছে ২ লাখ ৪৭ হাজার ২৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ১ লাখ ৩৩ হাজার ১৭৬ জন এবং নারী ভোটার বেড়েছে ১ লাখ ১৪ হাজার ২১৫ জন। ভোট কেন্দ্র বেড়েছে ১৮৫টি।

বিগত ২০১৪ সালের নির্বাচনে বরিশালের ৬টি আসনে ভোটার ছিল ১৫ লাখ ২৯ হাজার ২৬৪ জন। ভোটারদের জন্য ৬২৭টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৯১২টি বুথ ছিল। আর এবার মোট ১৭ লাখ ৭৬ হাজার ৫৫৫ জন ভোটারের জন্য নির্ধারিত হয়েছে ৮১২টি কেন্দ্রের ৩ হাজার ৯৮৪টি বুথ। জানা গেছে, সবচেয়ে বেশী ভোটার বেড়েছে বরিশাল সদর ও সিটিতে। অর্থাৎ বরিশাল-৫ আসনে এবং সবচেয়ে বেশী ভোট কেন্দ্র বেড়েছে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) ৩২ হাজার ৯৭৫ জন ভোটার ও ৩৪টি কেন্দ্র বেড়েছে, বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) ভোটার বেড়েছে ৪৩ হাজার ২৭৯ জন এবং ভোট কেন্দ্র ৩৬টি, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ভোটার বেড়েছে ৩৫ হাজার ৪৬৩ জন ও ভোট কেন্দ্র ৪৩টি।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে ভোটার বেড়েছে ৪৯ হাজার ৪২৪ জন এবং ভোট কেন্দ্র বেড়েছে ৪১টি। বরিশাল-৫ (বরিশাল সদর ও সিটি) আসনে ৫৪ হাজার ৯৬০ জন ভোটার ও ১৫টি ভোট কেন্দ্র বেড়েছে। সর্বশেষ বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ভোটার বেড়েছে ৩১ হাজার ১৯০ এবং ভোট কেন্দ্র বেড়েছে ১৬টি।

বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান বলেন, ভোটকেন্দ্রের প্রকাশিত খসড়া তালিকার ওপর কারও আপত্তি বা সুপারিশ থাকলে ১৯ আগস্টের মধ্যে তা জানানোর জন্য বলা হয়েছে।

এছাড়া ২৭ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত এর ওপর শুনানি গ্রহণ করা হবে । আগামী ৬ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/টিটি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

মেহেরপুরে অপরিপক্ব লিচুতে বাজার সয়লাব

সরাইলে আগুনে পুড়ল ১২ ব্যবসাপ্রতিষ্ঠান

উপজেলা নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন রাণীনগরের ৫ জন

এই বিভাগের সব খবর

শিরোনাম :