ফেসবুকে দেখা যাবে লা লিগার খেলা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৬:০০ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৮, ১৫:৫৮

বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এখন ফেসবুকে দেখা যাবে স্পেনের ঘরোয়া ফুটবল লিগ লা লিগার খেলা। আগামী তিন আসরের জন্য ফেসবুক এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, নেপাল ও ভুটানের ফুটবলপ্রেমীরা ফেসবুকের মাধ্যমে লা লিগার ম্যাচ উপভোগ করতে পারবেন। এর আগে স্বত্বটি ছিল সনি পিকচার্স নেটওয়ার্কের হাতে।

দক্ষিণ এশিয়ায় ৩৪৮ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে ২৭০ মিলিয়ন ব্যবহারী ভারতের। ফেসবুক ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীদের জন্য মেজর লিগ বেসবল সম্প্রচার করে থাকে।

ফেসবুকের গ্লোবাল লাইভ স্পোর্টসের ডিরেক্টর রয়টার্সকে বলেছেন, প্রথমে কোনো বিজ্ঞাপন ছাড়াই লা লিগার স্ট্রিম হবে। কিন্তু ভবিষ্যতে এটি আরো কীভাবে ভালো করা যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা চলছে।

দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের কাছে লা লিগা খুবই জনপ্রিয় একটি ইভেন্ট। স্পেনের এই লিগে বিশ্বের অন্যতম সেরা ফুটবলাররা অংশ নিয়ে থাকেন। ফেসবুক এই উদ্যোগ নেয়ায় লিওনেল মেসি, অ্যান্তোনি গ্রিজম্যান, লুকা মদরিচদের খেলা এখন সহজেই উপভোগ করতে পারবেন ভক্তরা।

(ঢাকাটাইমস/১৪ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :