গাবতলী হাটে র‍্যাবের অভিযান, আটক চার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৮, ১৪:০৯

গাবতলী পশুর হাটে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র‍্যাব। অবৈধভাবে গরু মোটাতাজাকরণের দায়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

সোমবার সকালে অভিযানে আটকদের মধ্যে দুইজন পশু চিকিৎসক ও দুইজন গরু ব্যবসায়ী।

অভিযান পরিচালনাকারী র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে র‍্যাব ৪ এই অভিযান পরিচালনা করে।

অভিযানে গরুকে অবৈধ উপায়ে মোটাতাজাকরণের বেশ কিছু ওষুধসহ কথিত দুই পশু চিকিৎসক এবং একই অভিযোগে দুইজন গরু ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আটকরা হলেন, চিকিৎসক তরিকুল ইসলাম ও হেকমত আলী। অপরাধ বিবেচনায় তাদের এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে বলে ঢাকাটাইমসকে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া গরু ব্যবসায়ী রুবেল ও আলম হোসেনকে দুই মাস করে কারাদণ্ড দেয়া হয়।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গাবতলী গবাদি পশুর হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে কোরবানির পশু। অবৈধভাবে মোটাতাজা করে বেশি দামে বিক্রির প্রক্রিয়া রোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

ঢাকাটাইমস/২০আগস্ট/কারই/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :