রাজধানীতে চাপ কমানো হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৫

রাজধানীর ওপর জনসংখ্যার চাপ কমাতে মফস্বল এবং গ্রাম এলাকায় সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নগরীতে এমন উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চান যাতে করে মানুষ সকালে এসে কাজ করে বিকালে ফিরে যেতে পারে।

শনিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবির ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘রাজধানীর ওপর যেন চাপ কমে সেই চেষ্টা করা হচ্ছে।’ গ্রামগুলোকে আরো উন্নত করতে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছানো হবে।... গ্রামেও যেন মানুষ উন্নত বাড়িঘর করতে পারে সেজন্য ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে।’

ঢাকাকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পুরো ঢাকাজুড়ে আমরা সার্কুলার রোড করবো, এই সার্কুলার রোড হবে মাটিতে নয় আকাশজুড়ে, এলিভেটেড এক্সপ্রেস হবে। ঢাকা অত্যাধুনিক শহর হিসেবে গড়ে উঠবে।’

বাংলাদেশ কোন পর্যায় থেকে কোন পর্যায়ে এসেছে সেটিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমরা কোথায় ছিলাম, কী অবস্থায় ছিলাম, সেটা কেউ জানেও না। এই প্রজন্ম সেসব জানে না। কিন্তু আজ আমরা বিভিন্ন ফসল উৎপাদনে সারা বিশ্বে শীর্ষদের তালিকায় আছি। মাছ থেকে শুরু করে ধান-সবজি উৎপাদনে বিশ্বের কোথাও তৃতীয়, কোথাও চতুর্থ-পঞ্চম অবস্থান এখনও আমাদের। গত নয় বছরে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে দেশকে এ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে।’

‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সকলের উন্নয়নের দিকে দৃষ্টি দেয়। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা পেয়েছি, সেটা ধরে রাখতে হবে। এত বড় বাজেট আর কখনো হয়নি। উন্নয়ন প্রকল্পেই রেখেছি বেশি টাকা। কাজেই আপনাদের দায়িত্ব কতটা বেড়েছে বুঝতেই পারছেন।’

‘কী পেলাম না পেলার সে চিন্তা না করে আমাদেরকে দেশ গড়ে তুলতে হবে যেন আগামী প্রজন্ম আর ভালো থাকতে পারে।’

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘পদ্মাসেতু করা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমাদের দেশের একজন নোবেল লরিয়েট প্রতিষ্ঠানের পদ হারালেন, বয়সে কুলালো না। তিনি যুক্তরাষ্ট্রের হিলারী ক্লিনটনের কাছে গেলেন। বিভিন্ন জায়গায় অভিযোগ করলেন।’

‘তার (ইউনূস) অভিযোগেই ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশে পদ্মাসেতুতে আর টাকা দিলো না। আমরা নিজেদের টাকায় পদ্মাসেতু করতে শুরু করলাম। সেই পদ্মাসেতু তৈরি হচ্ছে।’

দেশজুড়ে টেকনিক্যাল শিক্ষা ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করব। এর কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।’

বক্তব্যে শতবর্ষী বদ্বীপ পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। টেকসই অর্থনীতির ভিত হিসেবে পরিকল্পিত গ্রাম উন্নয়ন জরুরী উল্লেখ করে প্রধানমন্ত্রী তা বাস্তবায়নে সবার সহযোগিতাও চান।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/ডিএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :