গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬

অনলাইন ডেস্ক
| আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৪:২৯ | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৬, ০৮:২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের ইটাহাটা এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। শনিবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, শেরপুরের বরুঙ্গা গ্রামের আলী আহমদের ছেলে মো. উকিল, লেগুনা যাত্রী বাবুল ও প্রাণনাথ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চান্দনা চৌরাস্তা থেকে মুমু পরিবহনের একটি বাস টাঙ্গাইল যাচ্ছিল। মহাসড়কের ইটাহাটা এলাকায় আসার পর চন্দ্রা থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই একটি লেগুনার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই যানটির তিন যাত্রী নিহত হয়। আহত হয় আরও ১০জন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। বাকি আহতদের মধ্যে নূর মোহাম্মদ, বাবুল, হাবিবুল্লাহ, নজরুল ইসলাম, আশিকুল ইসলাম ও নাজমুল ইসলামকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত রাজিব স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইমরান হোসেন জানান, নিহতদের মধ্যে একজন নারীও আছেন। দুর্ঘটনার পর রেকার দিয়ে লেগুনাটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। এবং বাসটি পাশের টার্মিনালে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :