অনলাইন ব্যবসায়ী পরিচয়ে বাড়িটি ভাড়া নেন ‘জঙ্গি’ মুসা

রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনায় যে বাড়িটিতে পুলিশ অভিযান চালিয়েছে, সেটি জামালউদ্দিন নামে একজন গত অক্টোবরে ভাড়া নিয়েছিলেন। তিনি তার জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কাগজ জমা দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, এই জামালউদ্দিন আসলে পলাতক জঙ্গি মুসা। আর তিনি যে জাতীয় পরিচয়পত্রটি দিয়েছিলেন, সেটি সম্ভবত জাল।
সূর্য ভিলা নামে পরিচিত ভবনটির মালিকের নাম জামালউদ্দিন। তিনি কুয়েতে থাকেন। তবে তার স্ত্রী চায়না বেগম এবং মেয়ে জোনাকি বেগম এই বাসাতেই থাকেন।
জোনাকি বেগম ঢাকাটাইমসকে জানান, গত ১ অক্টোবর ইমতিয়াজ নামে একজন তাদের বাড়িটি ভাড়া করতে আসেন। তিনি ১০ হাজার টাকা অগ্রিম হিসেবে দেয়ার দুইদিন পর বাড়িতে উঠেন। জানান, তিনি অনলাইনে ব্যবসা করেন।
জোনাকি বেগম বলেন, বাড়িটি ভাড়া করার সময় ইমতিয়াজ নামে পরিচয় দেয়া ওই ব্যক্তি তাদেরকে বলেছিলেন তিনি তার মা, স্ত্রী ও সন্তান নিয়ে সেখানে থাকবেন। ভাড়া হওয়ার পর ৩ অক্টোবর তারা বাসায় উঠেন। সঙ্গে একটি খাট, একটি ড্রেসিং টেবিল একটি ম্যাট্রেস এবং একটি ফ্রিজ নিয়ে আসেন।
এক মাস পর ওই বাড়িতে যান বাড়ির মালিক চায়না বেগম। সেখানে গিয়ে আরও দুই নারীকে দেখতে পান তিনি। পরে ইমতিয়াজ পরিচয়ধারী ওই ব্যক্তি জানান, এই দুই নারী তাদের আত্মীয়, বেড়াতে এসেছেন।
জোনাকি বেগম বলেন, ‘আমরা তখন সন্দেহ করিনি। কারণ, আত্মীয় তো বাসায় বেড়াতে আসতেই পারে।
ঘটনাস্থলে উপস্থিত একজন পুলিশ কর্মকর্তা ঢাকাটাইমসকে জানিয়েছেন, ইমতিয়াজ বলে নিজেকে পরিচয় দেয়া এই ব্যক্তি আসলে জঙ্গি মুসা। তিনি গতকাল বাসায় ফেরেননি।
তবে ওই বাড়িতে সন্দেহভাজন জঙ্গি আফিফ কাদেরী নাবিল কবে এই বাড়িটিতে ঢুকেছেন-সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি।
গত রাতে ওই বাড়িটি ঘেরাও করে পুলিশ সদস্যরা। সকালে দুইজন নারী ও তাদের দুই সন্তান পুলিশের কাছে ধরা দেন। বেলা সাড়ে ১২টার দিকে আরও একজন নারী তার সন্তান নিয়ে বের হয়ে গায়ে থাকা বিস্ফোরক ফাটান। এতে তিনি ও তার সন্তান আহত হন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলী ঢাকাটাইমসকে জানান, বাড়ির মালিক ভাড়াটেদের তথ্য পুলিশকে দিয়েছিলেন কি না সেটা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে বাড়ির মালিকের সঙ্গে এখনও কথা বলতে পারেননি তারা।
ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এমএম/ডব্লিউবি

মন্তব্য করুন