বিনামূল্যের বইয়ে অর্থ আদায়, প্রধান শিক্ষককে শোকজ

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০১৭, ১৮:৩৯

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফলকন উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যের পাঠ্যবই বিতরণে অর্থ আদায়ের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় প্রধান শিক্ষক মো. জাকিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। মঙ্গলবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যাহ চৌধুরী তিন কার্যদিবসের মধ্যে এই শোকজ করেন।

গত রবিবার ফলকন উচ্চবিদ্যালয়ে বিনামূল্যের পাঠ্যবই বিতরণে ছাত্রছাত্রীদের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠে। সেশন ফি’র অজুহাত দেখিয়ে শিক্ষার্থীপ্রতি ৬৮০ টাকা করে এ অর্থ আদায় করেন প্রধান শিক্ষক মো. জাকির। দাবিকৃত টাকা পরিশোধ না করলে শিক্ষার্থীদের ভাগ্যেই জুটছে না বিনামূল্যের পাঠ্যবই। আর যেসব শিক্ষার্থী এ টাকা দিতে পারেনি ‘বই উৎসবের’ দিন তাদের হাতে উঠেনি বিনামূল্যের বই।

বই উৎসবের দিন (১ জানুয়ারি) সরেজমিন গিয়ে বিদ্যালয়টির ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায় এসব তথ্য। এ সময় বিষয়টি নিয়ে বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। এ বিষয়ে বিভিন্ন অনলাইন ও জাতীয় দৈনিক পত্রিকায় নিউজ প্রকাশিত হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান মোল্লা বিষয়টি নজরে এনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যাহ চৌধুরীকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। পরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যাহ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :