রাজবাড়ীতে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মবিরতি শুরু

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০১৭, ১৮:০৭
অ- অ+

চাঁদা না দেয়ায় দুর্বৃত্তদের মারপিটে রাজবাড়ী সদর সাব-রেজিস্টারসহ অফিসের পাঁচ কর্মচারীকে আহত করার প্রতিবাদে এবং চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য বুধবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন।

এ বিষয়ে পাঁচজনকে আসামি রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেছেন সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী গুরুদাস হালদার।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গত মঙ্গলবার দুপুরে প্রকাশ্যে রাজবাড়ী সদর সাব-রেজিস্টি অফিসে হামলায় সাব-রেজিস্টারসহ আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে আহতরা জানান, দীর্ঘদিন ধরে রাজবাড়ীর একটি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ রাজবাড়ী সদর সাব-রেজিস্টার অফিসের কর্মচারীদের কাছে চাঁদা দাবি করে আসছিল। তারা এতে রাজি না হওয়ায় মঙ্গলবার বিকাল তিনটায় জেলা শহরের বড়পুর এলাকার অমিতের নেতৃত্বে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত হঠাৎ অফিসে প্রবেশ করে। তারা রাজবাড়ী সদর সাব-রেজিস্টার গাজী মো. আব্দুল করিমসহ পাঁচজন কর্মকর্তা-কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আঘাত করে আহত করে। তাদের প্রতিরোধ করতে দলিল লেখকরা এগিয়ে এলে তাদেরও আঘাত করা হয়।

(ঢাকাটাইমস/৮মার্চ/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারা দেশে জুনে ৬৭১টি সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত হয়েছে: যাত্রী কল্যাণ সমিতি
হাত-পা ছাড়াই জন্ম নেওয়া সেই লিতুন জিরা এসএসসিতে জিপিএ-৫ পেয়ে নজর কাড়লো
আমাদের জন্মই সংস্কারের মধ্য দিয়ে: মির্জা ফখরুল 
বিজিবি'র ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তি, শপথ নিল ৬৯৪ নবীন সৈনিক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা