মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ চার জন নিহত

মেহেরপুার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০১৭, ০৮:৩৭| আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১০:৫৫
অ- অ+

মেহেরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চার জন নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার নুরপুর মোড়ে এ ঘটনা ঘটে। গোলাগুলির সময় পুলিশের ছয় সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- সদর উপজেলার সোনাপুর গ্রামের সাদ্দাম হোসেন, রমেশ, সোহাগ ও কানন। নিহতরা সবাই সোনাপুর গ্রামের জোড়া খুন হত্যা মামলার আসামি বলে ধারণা করছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রাত আড়াইটার দিকে কিছু সন্ত্রাসীকে ধাওয়া করে পুলিশের একটি দল। নুরপুর মোড়ে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় উভয়ের মধ্যে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হয়। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আহসমান হাবীবসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান তিনি। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল মাহমুদ আরও জানান, নিহতরা সোনাপুর গ্রামের মজিদ ও আসাদুল হত্যার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু এহসান রাজু জানান, রাত পৌনে চারটার দিকে গুলিবিদ্ধ চার জনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/১৪মার্চ/প্রতিনিধি/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা